vop-ad1

ভয়েস অব পটিয়াঃ চট্টগ্রামে ছয় থানা ভেঙে বাড়ছে আরও পাঁচটি। থানাগুলো হচ্ছে- পশ্চিম পটিয়া বা কালারপোল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দক্ষিণ রাউজান, দক্ষিণ রাঙ্গুনিয়া, এবং সাঙ্গু।

চট্টগ্রামে নতুন পাঁচ থানা-পটিয়া ভেঙে কালারপুল !; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
চট্টগ্রামে নতুন পাঁচ থানা-পটিয়া ভেঙে কালারপুল ! চট্টগ্রাম জেলা পুলিশ


ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ চট্টগ্রামে ছয় থানা ভেঙে বাড়ছে আরও পাঁচটি। চট্টগ্রাম জেলায় থানা বাড়ানোর উদ্যোগে গতি এসেছে। পাঁচটি থানা বাড়ানোর প্রস্তাবের উপর ইতিমধ্যে গণশুনানি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। গণশুনানির প্রতিবেদন পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এই বছরের মধ্যেই নতুন পাঁচ থানার কার্যক্রম শুরু করা যাবে বলে আশা করছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনা। 

থানাগুলো হচ্ছে- পশ্চিম পটিয়া বা কালারপোল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দক্ষিণ রাউজান, দক্ষিণ রাঙ্গুনিয়া এবং সাঙ্গু।

জেলায় আরও তিনটি থানা বাড়ানোর প্রস্তাব গণশুনানির অপেক্ষায় আছে। 

এছাড়া চট্টগ্রামের উত্তরে ও দক্ষিণে দুটি মিনি পুলিশ লাইন স্থাপনের উদ্যোগেও গতি এসেছে। 

এ ব্যাপারে জানতে ‍চাইলে এসপি নূরে আলম মিনা ভয়েস অব পটিয়া’কে বলেন, ‘পাঁচটা থানার গণশুনানি হয়ে গেছে। ডিসি (জেলা প্রশাসক) সাহেবের প্রতিবেদনও সদর দফতর হয়ে মন্ত্রণালয়ে চলে গেছে। এখন অর্থ ও সংস্থাপন মন্ত্রণালয় হয়ে প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য যাবে নিকারে (প্রশাসনিক পুর্নবিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি)। আশা করছি চলতি বছরের মধ্যেই আমরা থানার কার্যক্রম শুরু করতে পারব।’

উল্লেখ্য, স্বাধীনতার পর চট্টগ্রামের ১৪ উপজেলায় ১৪টি থানা নিয়ে যাত্রা করেছিল জেলা পুলিশ। ২০১২ সালে মিরসরাইকে ভেঙ্গে জোরারগঞ্জ এবং ফটিকছড়িকে ভেঙ্গে ভূজপুর থানা স্থাপন করা হয়। বর্তমানে ১৬ থানার জনবল আড়াই হাজার মত। বিশাল চট্টগ্রাম অঞ্চলের জনসংখ্যা বেড়ে এখন ৮০ লাখে পৌঁছেছে। 

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রেজাউল মাসুদ বলেন, ‘জনসংখ্যা বেড়েছে। অপরাধের ধরণ পাল্টে গেছে। জেলার মধ্যে এমন অনেক এলাকা আছে যেখানে কোন অপরাধ সংঘটিত হলে বা ক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে এলে থানা থেকেই পুলিশ যেতে ঘন্টার উপরে সময় লাগে। রিজার্ভ ফোর্স পৌঁছার আগেই ঘটনা বড় হয়ে যায়। এই অবস্থায় থানা এবং জনবল বাড়ানোর বিকল্প নেই। 
২০১৫ সালে চট্টগ্রামের ‍তৎকালীন পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার দশটি থানা বাড়ানোর প্রস্তাব সদর দফতরে পাঠিয়েছিলেন। সেই প্রস্তাব পরে এক দফা সংশোধন করা হয়। বর্তমান এসপি যোগদানের পর তারই উদ্যোগে এই প্রস্তাব গণশুনানি পর্যন্ত পৌঁছে।’

এ ব্যাপারে চট্টগ্রামের জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী বলেন, ‘আমি রাঙ্গুনিয়া এবং চন্দনাইশ-সাতকানিয়া থানাকে বিভক্ত করার যে প্রস্তাব সেটার উপর এলাকায় গিয়ে গণশুনানি করেছি। সেখানকার এমপি সাহেবরাও আমাকে থানা বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা বলেছেন। আরও কয়েকজন এমপি সাহেব অনুরোধ করেছেন। আমি চট্টগ্রামে আসার আগেই আরও দুটি থানার জন্য গণশুনানি হয়েছে।’ 

সূত্রমতে, পাঁচটি থানার মধ্যে হাটহাজারী উপজেলাকে দুইভাগে বিভক্ত করে নতুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থানা, পটিয়া থানাকে ভেঙে পশ্চিম পটিয়া বা কালারপোল, সাতকানিয়া উপজেলা এবং চন্দনাইশ উপজেলার কিছু অংশ নিয়ে সাঙ্গু থানা, রাউজান থানাকে ভেঙে দক্ষিণ রাউজান এবং রাঙ্গুনিয়া থানাকে ভেঙে দক্ষিণ রাঙ্গুনিয়া করা হচ্ছে। প্রস্তাবিত আরও তিন থানা হচ্ছে সীতাকুণ্ড থানাকে ভেঙে ভাটিয়ারি, ফটিকছড়ি থানাকে ভেঙ্গে মাইজভাণ্ডার এবং বাঁশখালীকে ভেঙে উত্তর বাঁশখালী থানা। তবে প্রস্তাবিত এসব থানার জন্য এলাকায় গিয়ে গণশুনানি আয়োজন করেনি জেলা প্রশাসন। 

জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী আরো বলেন, ‘একটু আমি সময় নিচ্ছি। দাবি জোরালো আছে কি না একটু দেখি। কেউ একজন এসে বলল থানা বাড়িয়ে দেন, যাচাই-বাছাই ছাড়া আমরা গণশুনানি করে প্রস্তাব পাঠিয়ে দিলাম, তাহলে তো ঘরে ঘরে থানা হয়ে যাবে।’
তবে এসপি নূরে আলম মিনা জানিয়েছেন, প্রস্তাবিত বাকি চার থানার গণশুনানিও যাতে আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করা যায় সেই চেষ্টা তিনি করছেন। 

এদিকে চট্টগ্রামের উত্তরে সীতাকুণ্ডে এবং দক্ষিণে আনোয়ারা উপজেলায় দুটি মিনি পুলিশ লাইন স্থাপনের বিষয়ও চূড়ান্ত হয়েছে। 
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট থেকে দেড় কিলোমিটার পূর্বদিকে বায়েজিদ বোস্তামী লিংক রোডে ১০ একর জমি অধিগ্রহণের প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে।’
আনোয়ারা থানার ওসি ‍দুলাল মাহমুদ বলেন, ‘থানা থেকে ৪ কিলোমিটার দূরে বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকায় ৭ একর ৬১ শতাংশ জমি আমরা চূড়ান্ত করেছি।’

এসপি নূরে আলম মিনা জানান, ‘আনোয়ারায় ইপিজেড হচ্ছে। আর মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। চট্টগ্রাম বন্দর সম্প্রসারিত হয়ে সীতাকুণ্ডেও যাবে। সুতরাং উত্তরে এবং দক্ষিণে দুটি মিনি পুলিশ লাইন স্থাপন করার সিদ্ধান্ত আমরা নিয়েছি। এটা পুলিশ সদর দফতর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগেই হবে। চলতি বছরের মধ্যেই আমরা নতুন থানার কার্যক্রম শুরু করতে পারব।’
Share To:

Voice of Patiya

জানাতে পারেন আপনার মন্তব্য :

0 comments so far,add yours

~ মন্তব্য নীতিমালা ~

• আমাদের প্ল্যাটফর্মে মন্তব্য, আলোচনা, সমালোচনা বজায় রাখার জন্য আমরা একটি নীতিমালা তৈরি করেছি। আমরা আশা করি যে, কোন মন্তব্য পোস্ট করার সময় আপনারা তার অনুসরণ করবেন। ভয়েস অব পটিয়া কর্তৃপক্ষ ভিজিটর কর্তৃক নির্দেশিকা লঙ্ঘন করে এমন মন্তব্যগুলো মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।

• জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ, চেহারা বা অক্ষমতার ভিত্তিতে কোনো ব্যক্তি, কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি আপত্তিকর বা আক্রমণ করে এমন ভাষায় মন্তব্য করা যাবে না।

• আলোচনার বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কোন মন্তব্য পোস্ট করা যাবে না। কিছু বিষয় বিস্তৃত হিসাবে গণ্য করা যেতে পারে, তবে আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে এমন কোনো বিষয় ভয়েস অব পটিয়া কর্তৃক অনুমোদন করা হবে না।

• কোনো পক্ষকে আইনি ঝামেলায় ফেলতে পারে এমন মন্তব্য করা যাবে না।

• বাণিজ্যিক প্রকৃতির কিংবা বিজ্ঞাপনীয় উপাদান/লিঙ্ক রয়েছে এমন মন্তব্য পোস্ট করা যাবে না।

• যেসব মন্তব্য স্প্যামিং বলে মনে হচ্ছে এবং একাধিক পোস্ট জুড়ে অভিন্ন মন্তব্য পোস্ট করছে সেগুলো মুছে ফেলা হবে।

• ঘৃণাত্মক, সহিংসতার প্ররোচনা দেয় অথবা ধর্মকে আক্রমণ করে এমন কোন মন্তব্য করা যাবে না।