ভয়েস অব পটিয়ায় আপনাকে স্বাগতম | Welcome to Voice of Patiya
পটিয়ার মানচিত্র | Map of Patiya
পটিয়াকে জেলা চাই | Demanding Patiya as a District
শাহ আমানত সেতু | নতুন ব্রীজ | Shah Amanat Bridge
পটিয়া কেন্দ্রীয় স্মৃতিসৌধ | Patiya Central Cenotaph
চাঁদ দেখা যায় নি, শুক্রবার রোযা শুরু;  রমযান; রমজান; রোজা; রোযা; Ramadan; Holy Ramadan
চাঁদ দেখা যায় নি, শুক্রবার রোযা শুরু

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ দেশের আকাশে পবিত্র রমযান মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার থেকে শুরু হচ্ছে রোযা রাখা।
 
আজ বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এ ঘোষণা দেন। 
তিনি বলেন, ‘দেশের আকাশে কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। তাই বৃহস্পতিবার শেষ হবে শাবান মাস এবং শুক্রবার শুরু হবে রমযান মাস।
 
তিনি আরো জানান, ১৮ এপ্রিল দিবাগত রাতে শবে কদর পালিত হবে। 

উল্লেখ্য, চন্দ্র মাসের পঞ্জিকা অনুসারে, ১২ মাসে ৩৫৪ বা ৩৫৫ দিনে বছর হিসাব করা হয়। চাঁদ দেখার উপর নির্ভর করে ইসলামী পঞ্জিকার দশম মাস রমযানের শুরু হয়। আগের দিন মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় সোদি আরবে বৃহস্পতিবার থেকে রোযা শুরুর ঘোষণা আসে। 

বাংলাদেশে শুক্রবার ১ম রোযা রাখার মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলিমরা সিয়াম, সাধনা, সংযমের মাস রমযানের আনুষ্ঠানিকতা শুরু করতে যাচ্ছেন।
বাড়লো বিদ্যুতের দাম, এ মাস থেকেই কার্যকর; বিদ্যুৎ; দাম; বিইআরসি; পিজিসিবি; পিডিবি; পল্লী বিদ্যুৎ; ডেসকো; ডিপিডিসি; নেসকো; ওজোপাডিকো; PGCB; PDB; DPDC; DESCO; REB; WZPDC; Electricity
মার্চে বাড়লো বিদ্যুতের দাম

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ আরেক দফা বাড়লো বিদ্যুতের দাম; খুচরায় ৫ শতাংশ বাড়িয়ে মার্চ মাসের জন্য বিদ্যুতের নতুন মূল্যহার নির্ধারণ করে দিয়েছে সরকার। এর ফলে খুচরায় গ্রাহক পর্যায়ে গড়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম দাঁড়াবে ৮ টাকা ২৪ পয়সা, যা ফেব্রুয়ারীতে ছিল ৭ টাকা ৮৫ পয়সা। আর জানুয়ারীতে ছিল ৭ টাকা ৪৮ পয়সা।

মার্চ মাসের বিদ্যুৎ বিলের ক্ষেত্রে নতুন এই মূল্যহার কার্যকর হবে বলে আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বিদ্যুৎ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়। খুচরায় বাড়লেও পাইকারীতে এবার বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। ফেব্রুয়ারীতে পাইকারী বিদ্যুতের প্রতি ইউনিটের দাম ৬ টাকা ২০ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ৭০ পয়সা করা হয়।

দাম বাড়ানোর ক্ষমতা নিজেদের হাতে নিতে গত ২৯ জানুয়ারী (রোববার) বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি) সংশোধন বিল-২০২৩ জাতীয় সংসদে পাস হয়। সর্বশেষ ৩১ জানুয়ারী গ্রাহক পর্যায়ে দ্বিতীয় দফা দাম বাড়ানোর পর আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সংশোধিত এই আইনের মাধ্যমে তৃতীয় বারের মত বিদ্যুতের দাম বাড়ালো সরকার। 
তুরস্ক-সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৭৭৭৪; তুরস্ক; সিরিয়া; ভূমিকম্প; গাজিয়ানটেপ; Turkey; Syria; Gaziantep; Earthquake; EU
তুরস্ক-সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৭০০০

• আপডেট : ১৫ ফেব্রুয়ারী
তুরস্ক-সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৭৭৭৪

• আপডেট : ১১ ফেব্রুয়ারী
তুরস্ক-সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪০০০

ভয়েস অব পটিয়া-ইন্টারন্যাশনাল ডেস্কঃ তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর গাজিয়ানটেপের কাছে উৎপত্তি হওয়া রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৩৭০০০ ছাড়িয়ে গেছে; এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ০৬ ফেব্রুয়ারী সৃষ্ট ভূমিকম্পটিতে প্রতিবেশী সিরিয়া, লেবানন, ফিলিস্তিন এবং সাইপ্রাসও কেঁপে ওঠে। এতে তুরস্কে অন্তত ৯১২ জন, সিরিয়ায় অন্তত ৪৬৭ জন নিহত ও প্রায় সাড়ে ৫ হাজার জনেরও বেশি আহত হয়েছেন বলে এ পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের বরাত দিয়ে বার্তাসংস্থা আল-জাজিরা জানায়, ভূমিকম্পে তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে ৯১২ জনে দাঁড়িয়েছে। এতে অন্তত ৫৩৮৩ জন আহত হয়েছেন, হতাহতের সংখ্যা আর কতটা বাড়বে তা অনুমান করা যাচ্ছে না। 

সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সানা’র তথ্য অনুযায়ী, দেশটির সরকার নিয়ন্ত্রিত এলাকায় মৃতের সংখ্যা বেড়ে ৩২৬ জনে দাঁড়িয়েছে এবং ১০৪২ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার ভোরে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর গাজিয়ানতেপের কাছে ৭ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্প হয়। প্রবল শীতের মধ্যে ভোররাতে হওয়া এ ভূমিকম্পে প্রতিবেশী সিরিয়া, লেবানন, ফিলিস্তিন এবং সাইপ্রাসও কেঁপে ওঠে। অঞ্চলটির অধিকাংশ মানুষই তখন ঘুমিয়ে ছিলেন। 


যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে শুরু হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল গাজিয়ানটেপ শহরের কাছে ভূপৃষ্ঠের ১৭ দশমিক ৯ কিলোমিটার (১১ মাইল) গভীরে।
বিদ্যুতের পর এবার বাড়লো এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম;  এলপিজি সিলিন্ডার গ্যাস; বিদ্যুৎ; দাম; বিইআরসি; পিজিসিবি; পিডিবি; পল্লী বিদ্যুৎ; ডেসকো; ডিপিডিসি; নেসকো; ওজোপাডিকো; PGCB; PDB; DPDC; DESCO; REB; WZPDC; Electricity; Gas; LPG
বিদ্যুতের পর এবার বাড়লো এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ মঙ্গলবার (৩১ জানুয়ারী) বিদ্যুতের দাম বাড়ানোর পর এবার বাড়লো এলপিজি সিলিন্ডার গ্যাসেরও দাম। ২১.৫৭% দাম বৃদ্ধি পেয়ে প্রতি কেজি তরল পেট্রোলিয়াম (এলপিজি) সিলিন্ডার গ্যাসের দাম ১০২ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে এক ধাক্কায় ১২৪ টাকা ৮৫ পয়সা হয়েছে। 

আজ বৃহস্পতিবার ০২ ফেব্রুয়ারী বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি ফেব্রুয়ারী মাসের জন্য নির্ধারিত নতুন এ দরে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি ওজনের একটি ‍সিলিন্ডারের দাম হবে ১৪৯৮ টাকা, যা আগের মাসে ছিল ১২৩২ টাকা। অর্থাৎ চলতি মাসে ১২ কেজির বোতল কিনতে ভোক্তার খরচ ২৬৬ টাকা বেড়ে গেল। তবে বিইআরসির দাম বৃদ্ধির ঘোষণার আগেই গত এক সপ্তাহ ধরে সারাদেশে এলপিজির দাম বাড়িয়ে দিয়েছে রিটেইলাররা। ১২ কেজি ওজনের একটি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৬০০ টাকা থেকে ১৭০০ টাকার মধ্যে। 

নতুন দর অনুযায়ী, সাড়ে ৫ কেজির সিলিন্ডার ৬৮৭ টাকা, ১৫ কেজির সিলিন্ডার ১৮৭৩ টাকা, ১৬ কেজির সিলিন্ডার ১৯৯৮ টাকা, ১৮ কেজি ২২৪৮ টাকা, ২০ কেজি ২৪৯৭ টাকা, ২২ কেজি ২৭৪৭ টাকা, ২৫ কেজি ৩১২১ টাকা, ৩০ কেজি ৩৭৪৫ টাকা, ৩৩ কেজি ৪১২৪ টাকা, ৩৫ কেজি ৪৩৭০ টাকা, ৪৫ কেজি ৫৬১৮ টাকা ঠিক করা হয়েছে।
মাস না যেতেই ফের বাড়লো বিদ্যুতের দাম; বিদ্যুৎ; দাম; বিইআরসি; পিজিসিবি; পিডিবি; পল্লী বিদ্যুৎ; ডেসকো; ডিপিডিসি; নেসকো; ওজোপাডিকো; PGCB; PDB; DPDC; DESCO; REB; WZPDC; Electricity
মাস না যেতেই ফের বাড়লো বিদ্যুতের দাম

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ মাস না যেতেই ১৮ দিনের মাথায় ফের গ্রাহক পর্যায়ে বাড়লো বিদ্যুতের দাম। গড়ে ১০ শতাংশের বেশি বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার, এতে ইউনিট প্রতি দাম বেড়েছে সর্বনিম্ন ৩৯ পয়সা, সর্বোচ্চ ১ টাকা ১৪ পয়সা। নতুন এ দর ফেব্রুয়ারী মাস থেকে কার্যকর হবে। যাতে গ্রাহককে প্রতি ইউনিট বিদ্যুতের দাম দিতে হবে ইউনিটপ্রতি ০-৫০ ইউনিট পর্যন্ত সর্বনিম্ন ৪ টাকা ১৪ পয়সা,  ৬০০ ইউনিটের বেশি ইউনিটিপ্রতি সর্বোচ্চ ১২ টাকা ৫৩ পয়সা। 


আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব এস.এম মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক গেজেটে বিদ্যুতের বর্ধিত এই মূল্যহার জারি করা হয়। 

আইন সংশোধন করে গত ০১ ডিসেম্বর ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন), অধ্যাদেশ, ২০২২’ গেজেট আকারে প্রকাশ করে সরকার। এর মধ্যদিয়ে বিশেষ ক্ষেত্রে বিদ্যুৎ ও গ্যাসের দাম সরাসরি বাড়ানো বা কমানোর ক্ষমতা যায় সরকারের হাতে। যা এত দিন বিইআরসি গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করতো।
দাম বাড়ানোর ক্ষমতা নিজেদের হাতে নিতে গত ২৯ জানুয়ারী (রোববার) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সংশোধন বিল-২০২৩ জাতীয় সংসদে পাস হয়। সর্বশেষ ১২ জানুয়ারী গ্রাহক পর্যায়ে আরেক দফা দাম বাড়ানোর পর ১৮ দিনের ব্যবধানে আজ মঙ্গলবার (৩১ জানুয়ারী) সংশোধিত এই আইনের মাধ্যমে দ্বিতীয়বারের মত বিদ্যুতের দাম বাড়ালো সরকার।
বাড়লো বিদ্যুতের দাম, এ মাস থেকেই কার্যকর; বিদ্যুৎ; দাম; বিইআরসি; পিজিসিবি; পিডিবি; পল্লী বিদ্যুৎ; ডেসকো; ডিপিডিসি; নেসকো; ওজোপাডিকো; PGCB; PDB; DPDC; DESCO; REB; WZPDC; Electricity
বাড়লো বিদ্যুতের দাম, এ মাস থেকেই কার্যকর

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ এবার গ্রাহক পর্যায়ে গড়ে ৫ শতাংশ বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার, এতে ইউনিট প্রতি দাম বাড়বে ৩৫ পয়সা। নতুন এ দর চলতি জানুয়ারী মাস থেকে কার্যকর করার ঘোষণাও দেওয়া হয়েছে। যাতে গ্রাহককে প্রতি ইউনিট বিদ্যুতের দাম দিতে হবে ৭ টাকা ৪৮ পয়সা। 

বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংবাদমাধ্যমকে বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে ভর্তুকি সমন্বয় করতে বিদ্যুতের মূল্য শতকরা ৫ ভাগ বাড়ানো হয়েছে।
মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন ২০০৩’ এর ধারা ৩৪ক-তে প্রদত্ত ক্ষমতাবলে সরকার ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে জনস্বার্থে বিদ্যুতের খুচরা মূল্যহার ৫ শতাংশ সমন্বয় করেছে।’

জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি গত ০৮ জানুয়ারী গ্রাহক পর্যায়ে দাম বাড়াতে গণশুনানির আয়োজন করলেও এবার দাম বাড়ানো হয়েছে সরকারের নির্বাহী আদেশে। 
দাম বাড়ানোর ক্ষমতা নিজেদের হাতে নিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আইন সংশোধন করে গত ০১ ডিসেম্বর অধ্যাদেশ জারি করে সরকার। সংশোধনের সময় বলা হয়েছিল, বিশেষ পরিস্থিতিতে দাম বাড়াবে সরকার। আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সন্ধ্যায় প্রথমবারের মত এ ক্ষমতার প্রয়োগ করল সরকার।
এবার গ্রাহক পর্যায়ে বাড়ছে বিদ্যুতের দাম; বিদ্যুৎ; দাম; বিইআরসি; পিজিসিবি; পিডিবি; পল্লী বিদ্যুৎ; ডেসকো; ডিপিডিসি; নেসকো; ওজোপাডিকো; PGCB; PDB; DPDC; DESCO; REB; WZPDC; Electricity
বাড়ছে বিদ্যুতের দাম

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ নতুন বছরে গ্রাহক পর্যায়ে আরেক দফা বাড়ছে বিদ্যুতের দাম। সম্প্রতি বিদ্যুতের পাইকারী দাম ১৯.৯২ শতাংশ বৃদ্ধির পর গ্রাহক পর্যায়ে ২০ শতাংশ দাম বাড়ানোর জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নিকট আবেদন করে বিদ্যুৎ বিতরণকারী ৬টি প্রতিষ্ঠান। সেই সাথে সঞ্চালন চার্জ ১১৭ শতাংশ বৃদ্ধির আবেদন করে পিজিসিবি। 

গতকাল রাজধানীতে এ নিয়ে গণশুনানির আয়োজন করে বিইআরসি। 

শুনানি শেষে বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল বলেন, ‘আমাদের কমিশনের মেয়াদ রয়েছে আগামী ৩০ জানুয়ারী পর্যন্ত। এ সময়ের মধ্যেই বিদ্যুতের দাম বর্ধিত করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

শুনানিতে বিইআরসির টেকনিক্যাল কমিটি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫.৪৩ শতাংশ বৃদ্ধি করার সুপারিশ করেছে। সেই সাথে সঞ্চালন চার্জ ১৩.৯৯ শতাংশ বৃদ্ধির জন্য বলেছে। 

শুনানিতে ভোক্তা অধিকার সংরক্ষণ সংস্থা (ক্যাব) এর সিনিয়র সহ-সভাপতি ও জ্বালানী বিষয়ক উপদেষ্টা ড. এম শামসুল আলম বলেন, ‘বিদ্যুতের দাম না বাড়িয়ে সমন্বয় করার অনেক বিকল্প রয়েছে। সারাবিশ্ব ২০২৩ সালকে মূল্যস্ফীতি চ্যালেঞ্জের বছর মনে করছে। এরকম সময়ে বিদ্যুতের দাম বাড়ালে নেতিবাচক অবস্থার তৈরি হবে।’

উল্লেখ্য, সর্বশেষ গত বছরের নভেম্বরে বিদ্যুতের পাইকারী দাম ১৯.৯২ শতাংশ বৃদ্ধি করে বিইআরসি।
ডলার নয়, নিজস্ব মুদ্রায় ইরান থেকে কেনাবেচা হবে তেল জ্বালানি; বাংলাদেশ; ইরান; তেল; গ্যাস; Bangladesh; Oil; Gas; Iran; Russia; Ukraine; Doller
পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেনের সাথে সাক্ষাতে ইরানের ডেপুটি পররাষ্ট্র মন্ত্রী আলী বাগেরী কানি

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ ডলার নয়, নিজস্ব মুদ্রায় ইরান থেকে কেনাবেচা হবে তেল ও জ্বালানি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় তেল ও অন্যান্য জ্বালানি আমদানিতে সৃষ্টি হয়েছে ডলার সংকট। এতে সংকটে পড়েছে বাংলাদেশও। তেল ও জ্বালানি সংকট সমাধানে ইরানের ডেপুটি পররাষ্ট্র মন্ত্রীর বাংলাদেশ সফরে ডলারের বিপরীতে নিজস্ব মুদ্রায় লেনদেন ও সংকট সমাধানের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেনের সাথে প্রাথমিক আলোচনা হয়েছে। 

ইরানের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের হলেও কোন এক অজানা কারণে তা কাঙ্কিত লক্ষ্যে পৌঁছায়নি। আসছে বছরের জানুয়ারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য ইরান সফরের মাধ্যমে এ অজানা কারণের বরফ গলবে বলে আশাবাদী ইরান। 

ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরী কানি বলেন, ‘বৈশ্বিক জ্বালানি সংকট কাটাতে প্রস্তুত ইরান। আমরা ডলার নয়, নিজস্ব মুদ্রায় তেল-গ্যাস ইত্যাদি কেনাবেচা করতে পরিকর। এতে উভয় পক্ষ লাভবান হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের সাথে ইরানের সম্পর্ক জোরদারে যেকোন প্রয়োজনে ইরান বাংলাদেশের পাশে থাকবে।’
আসন্ন ২০২৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে দুদেশ ঐক্যমতে পৌঁছাবে বলে আশাবাদী ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী।
জমকালো আয়োজনে কাতার ফুটবল বিশ্বকাপের উদ্বোধন; World Cup; FIFA; Qatar World Cup 2022; FIFA 2022; Qatar 2022
কাতারের আল কোর আল বায়াত স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান / ছবি: TRTWorld

ভয়েস অব পটিয়া-স্পোর্টস ডেস্কঃ মরুভূমিতেও যে ফুটবল বিশ্বকাপ সম্ভব এক সময়ে যে প্রশ্ন শুনলে চোখ উঠতে পারত কপালে, সেটিকে বাস্তবে করে দেখিয়ে দিল কাতার। মাত্র ৩৪ কিলোমিটারের মধ্যে ৮টি স্টেডিয়াম নিয়ে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর আয়োজনের শুভ উদ্বোধন করেছে মধ্যপ্রাচ্যের দেশটি।
উপকূলে আঘাত হানছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’; cyclone; sitrang
উপকূলে আঘাত হানছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ উপকূলে আঘাত হানছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। সিত্রাং মোকাবিলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মনিটরিং সেল খোলা হয়েছে। 
মনিটরিং সেলের হটলাইন নাম্বার 01769010986, 0255029550, 0258153022
বাংলাদেশের উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় সিত্রাং। আজ সন্ধ্যা ছয়টা নাগাদ ঘূর্ণিঝড়ের অগ্রভাগ পটুয়াখালীর কলাপাড়া-খেপুপাড়া উপকূলে আছড়ে পড়তে শুরু করে। রাত আটটা নাগাদ ঝড়টির কেন্দ্র উপকূল অতিক্রম করতে শুরু করতে পারে। এর প্রভাবে দেশের উপকূলীয় জেলাগুলোতে প্রচণ্ড ঝড়ো হাওয়া বইছে, হচ্ছে প্রচুর বৃষ্টিপাত। 

আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক ছানাউল হক মন্ডল জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে উপকূলে এমনকি ঢাকায়ও দমকা বাতাস রেকর্ড হচ্ছে। ঝড়ের কেন্দ্র এখনও সাগরে। কক্সবাজারে ৭৪ কি.মি প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ো হাওয়া রেকর্ড হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিত্রাং বড় আকারের ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়টির প্রভাব অনেক বেশি হতে পারে। এ জন্য তারা তিনটি কারণের কথা বলছে। কারণ তিনটি হলো, ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ, অমাবস্যা তিথি ও বায়ুচাপ পার্থক্যের আধিক্য। 
ঘূর্ণিঝড়টি উপকূল পার হওয়ার সময় চট্টগ্রাম, বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, নোয়াখালী, ফেনীর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে স্বাভাবিক জোয়ার থেকে পাঁচ থেকে আট ফুট উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’, ৭ নং বিপদসংকেত; cyclone; sitrang
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’, ৭ নং বিপদসংকেত

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত ও চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৬ নং বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে উপকূলীয় এলাকায় ভারী ভর্ষণ ও জলোচ্ছ্বাসও হতে পারে। মঙ্গলবার ভোররাত বা সকাল নাগাদ বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় সিত্রাং।

এর আগে বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এ পরিণত হয়। সেই সময় সমুদ্রবন্দরগুলোকে ৪ (চার) নং হুঁশিয়ারিং সংকেত দেখাতে বলা হয়। 

ঘূর্ণিঝড় সিত্রাং উপকূল থেকে কয়েকশ কিলোমিটার দূরে থাকলেও এর প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে চলছে তুমুল বৃষ্টি এবং ঝড়ো হাওয়া। দেশের উপকূলীয় সব জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর উপকূলীয় তিন উপজেলা হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জে অন্তত ১০ গ্রাম প্লাবিত হয়েছে। ইতোমধ্যে আশ্রয়ণ কেন্দ্রে আসতে শুরু করেছে মানুষ। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বড় এলাকায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকলীয় এলাকার ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা/ঝড়ো বাতাস বয়ে যেতে পারে, সেই সাথে ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারি ৮৯ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অফিস।  

এদিকে ঘূর্ণিঝড় সিত্রাং আজ সন্ধ্যায় আঘাত হানবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। 
ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে সোমবার (২৪ অক্টোবর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। তিনি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হয়েছে। আবহাওয়াবিদের তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যায় এটি আঘাত হানবে। আগামীকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে ৭টার মধ্যে উপকূল অতিক্রম করবে। 
তিনি আরো বলেন, সিত্রাং বাংলাদেশে আঘাত হানবে। ভারতে আঘাত হানার সম্ভাবনা নেই। সব থেকে বেশি আঘাত হানবে বরগুনা এবং পটুয়াখালী। 
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’, ৪ নং হুঁশিয়ারি সংকেত; cyclone; sitrang
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’, ৪ নং হুঁশিয়ারি সংকেত

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এ পরিণত হয়েছে। সমুদ্রবন্দরগুলোকে ৪ (চার) নং হুঁশিয়ারিং সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর ফলে রোববার দিনভর উপকূলীয় জেলাগুলোর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টিও হচ্ছে। এদিকে, উপকূলীয় এলাকার নদ-নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ার আতঙ্কে রয়েছেন ওইসব এলাকার কয়েক লাখ মানুষ। 

আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এ পরিণত হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি রোববার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৭৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে। 

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর অশান্ত রয়েছে। ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে বলে বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে এর পরিবর্তে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

গ্যালারী

ফিচারড

এডিটরস চয়েস

সারাদেশ

রাজনীতি

সংবাদ বিজ্ঞপ্তি

পটিয়া সদর

ইউনিয়ন

গ্রাম-গঞ্জ

জাতীয়

চট্টগ্রাম দক্ষিণ জেলা