পটিয়া পৌরসভার নতুন মেয়র ও কাউন্সিলরদের গণসংবর্ধনা |
ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ পটিয়া পৌরসভা নির্বাচনে বিজয়ী নতুন মেয়র ও কাউন্সিলরদের গণসংবর্ধনা দিয়েছে উপজেলা আওয়ামীলীগ।
শনিবার পৌরসভার ৪ নং ওয়ার্ড শেয়ানপাড়ায় গণসংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সামশুল হক চৌধুরী এমপি বলেন, ‘আওয়ামীলীগ সরকার উন্নয়ন কাজে বিশ্বাসী সরকার। এ সরকারের আমলে সারাদেশের ন্যায় পটিয়ায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সংগঠিত হয়েছে। সাধারণ মানুষ আওয়ামীলীগ সরকারের প্রতি এখন আস্থা অর্জন করেছে। যার ফলশ্রুতিতে পটিয়ার মানুষ আওয়ামীলীগ সরকারের মনোনীত প্রার্থীদের ভোটের মাধ্যমে বিজয়ী করেছে। ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ এ পটিয়ায় যুগে যুগে জন্ম নিয়েছেন অনেক জ্ঞানী-গুণী। এ পটিয়ায় সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। সততা, নিষ্ঠা ও জবাবদিহিতামূলক রাজনীতির মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছি। উন্নয়নের মাধ্যমে পটিয়াকে আধুনিক দৃষ্টিনন্দন শহরে পরিণত করতে নির্বাচিত জন প্রতিনিধিদের একযোগে কাজ করতে হবে।’
আবদুল মজিদের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমেদ, হাজী কবির আহমদ, সংবর্ধিত মেয়র হারুনুর রশিদ, পৌর আ.লীগ সাধারণ সম্পাদক আলমগীর আলম, চৌধুরী মাহবুবুর রহমান, ফজলুল হক আল্লাই, নাছির উদ্দিন, এম.এন.এ নাছির, নুরুল ইসলাম, মাহবুবুর রহমান, অভিজিৎ বড়ুয়া মানু, জসিম উদ্দিন, হাজী রফিকুল ইসলাম, আবদুল মালেক, আবদুল আজিজ, গিয়াস উদ্দিন; সংবর্ধিত কাউন্সিলররা যথাক্রমে আবদুল খালেক, রূপক সেন, আবু ছৈয়দ, গোফরান রানা, এম. খোরশেদ গণি, শফিউল আলম, কামাল উদ্দিন বেলাল, আবদুল মন্নান, সাইফুল ইসলাম, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, ইয়াছমিন আকতার চৌধুরী, ফেরদৌসী বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা রবিউল হোসেন খোকন।