ভয়েস অব পটিয়াঃ পিডিবির লাইন পল্লী বিদ্যুতের কাছে হস্তান্তরের সরকারী সিদ্ধান্ত বাতিল ও ষড়যন্ত্রের প্রতিবাদে পটিয়ায় বিক্ষোভ
পটিয়া পিডিবিকে পল্লী বিদ্যুৎ এর কাছে হস্তান্তর করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল |
ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)’র বিতরণ বিভাগ পটিয়া ও এর আওতাধীন দোহাজারী, সাতকানিয়ার বিদ্যুৎ সরবরাহ লাইন ও এলাকাসমূহ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে হস্তান্তরের সরকারী সিদ্ধান্ত বাতিল ও ষড়যন্ত্রের প্রতিবাদে শনিবার পটিয়া পৌর সদরে বিক্ষুদ্ধ গ্রাহকরা ‘পিডিবি গ্রাহক সমিতি’র ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে।
উক্ত বিক্ষোভ মিছিল পটিয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে পটিয়া বিদ্যুৎ গ্রাহক সমিতির সভাপতি আইয়ুব বাবুল ও সাধারণ সম্পাদক বিএম জসিমের নেতৃত্বে পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন রায়ের কাছে স্মারকলিপি প্রদান করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এরকম সিদ্ধান্ত গ্রহণ থেকে সরে আসার জোর দাবি জানান।
পটিয়া পিডিবিকে পল্লী বিদ্যুৎ এর কাছে হস্তান্তর করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল |
এসময় উপস্থিত ছিলেন পিডিবির গ্রাহক সমিতির সদস্য ফরিদ আহমদ, মোঃ জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা জহিরুল হক চৌধুরী, আবদুল মান্নান, আমির হোসেন, শহিদুল ইসলাম জুলু মেম্বার, আবুল হাসনাত মুহাম্মদ ফয়সাল, আবদুল্লাহ আল মামুন, হাজী নবাব মিয়া, ইমন চৌধুরী, দিদারুল আলম, মাহমুদুল হক মাষ্টার, আমিরুল ইসলাম, আজগর আলী, মোঃ ইদ্রিস, জাহাঙ্গীর আলম, সেলিম উদ্দিন, আবু তালেব টিটু, মোঃ ফারুক প্রমুখ।
এতে বক্তারা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি ষড়যন্ত্রের মাধ্যমে পিডিবির সুরক্ষিত লাইন নিজেদের আয়ত্ত্বে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তারা সাধারণ গ্রাহকদের দাবি মেনে সরকারকে এ ধরণের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানান।
আগামীকাল মঙ্গলবার পিডিবি গ্রাহক সমিতি এ উপলক্ষে পটিয়া থানার মোড়ে সকাল ১০ টায় মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেছে। এতে গ্রাহক সমিতির পক্ষ থেকে সর্বমহলের উপস্থিতি কামনা করা হয়।
জানাতে পারেন আপনার মন্তব্য :
0 comments so far,add yours
~ মন্তব্য নীতিমালা ~
😀 আমাদের প্ল্যাটফর্মে মন্তব্য, আলোচনা, সমালোচনা বজায় রাখার জন্য আমরা একটি নীতিমালা তৈরি করেছি। আমরা আশা করি যে, কোন মন্তব্য পোস্ট করার সময় আপনারা তার অনুসরণ করবেন।
• ভয়েস অব পটিয়া কর্তৃপক্ষ ভিজিটর কর্তৃক নির্দেশিকা লঙ্ঘন করে এমন মন্তব্যগুলো মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।
• জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ, চেহারা বা অক্ষমতার ভিত্তিতে কোনো ব্যক্তি, কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি আপত্তিকর বা আক্রমণ করে এমন ভাষায় মন্তব্য করা যাবে না।
• আলোচনার বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কোন মন্তব্য করা যাবে না। কিছু বিষয় ব্যতিক্রমী হিসেবে গণ্য করা যেতে পারে, তবে আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে এমন কোনো বিষয় ভয়েস অব পটিয়া কর্তৃক অনুমোদন করা হবে না।
• কোনো পক্ষকে আইনি ঝামেলায় ফেলতে পারে এমন মন্তব্য করা যাবে না।
• বাণিজ্যিক প্রকৃতির কিংবা বিজ্ঞাপনীয় উপাদান/লিঙ্ক রয়েছে এমন মন্তব্য করা যাবে না।
• যেসব মন্তব্য স্প্যামিং বলে মনে হচ্ছে এবং একাধিক পোস্ট জুড়ে অভিন্ন মন্তব্য করলে সেগুলো মুছে ফেলা হবে।
• ঘৃণাত্মক, সহিংসতার প্ররোচনা দেয় অথবা ধর্মকে আক্রমণ করে এমন কোন মন্তব্য করা যাবে না।