পটিয়ার দর্শনীয় স্থানসমূহ | Tourist Attractions of Patiya, পটিয়া, Patiya, Chittagong, Chattogram, চট্টগ্রাম, Worlds Tourist Spot, Tourist Place

পটিয়ার দর্শনীয় স্থানসমূহ

Tourist Attractions in Patiya


  • মুসা খাঁ মসজিদ - ১৬৫৮ খ্রিঃ, ১০৬৬ হিজরী সনে শাবান মাসে আজিজ খাঁ মাওলানা হুলাইন গ্রামে এ মসজিদ নির্মাণ করেন। ইহা প্রাচীণ ঐতিহ্যমন্ডিত একটি দর্শনীয় স্থান।
  • কুরা কাটনি মসজিদ - হরিণখাইন গ্রামে অবস্থিত।
  • কালা মসজিদ -  কচুয়াই ইউনিয়নে অবস্থিত।
  • প্রাকৃতিক গ্যাসক্ষেত্র - পটিয়ার হাইদগাঁও ইউনিয়নে পাহাড়ী এলাকা জুড়ে মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং বুদবুদি ছড়া । প্রতিনিয়ত প্রাকৃতিক গ্যাস বুদ বুদ আকারে উঠছে। বিস্তারিত..
  • প্রাকৃতিক ঝর্ণা - পটিয়ার পূর্বাঞ্চলের শ্রীমতি খালের উপরিভাগে পাহাড়ী ঝর্ণা ধারা প্রতিনিয়ত বয়ে চলছে। যা দেখতে মনোমুগ্ধকর। 
  • বৌদ্ধ তীর্থ চক্রশালা মন্দির -  পটিয়া সদর থেকে প্রায় দুই কিলোমিটার পূর্বে এর অবস্থান। বৌদ্ধ যুগে চট্টগ্রামের আদি নাম ছিল চট্টলা। তবে এটি চক্রশালা নামেই পরিচিত । পূর্বে এই স্থানে শুধু একটি মন্দির ছাড়া আর কিছুই ছিলনা। সেই মন্দির এর গায়ে পাথরে খোদাই করে লিখা আছে "ফরাতারা স্থুপ-নবতর সংস্কার - ১৯৮৭ খ্রিষ্টাব্দ । এই স্থানে তথাগত বুদ্ধ রেঙ্গুন থেকে আসার পথে অবকাশ যাপন করেন এবং তিনি চংক্রমণ করেছিলেন বলে এই স্থান টিকে চক্রশালা নামে অভিহিত করা হয়। 
  • ঠেগরপুনি বুড়াগোঁসাই মন্দির - পটিয়া উপজেলা সদর থেকে ৪ কি.মি. দক্ষিণে ঠেগরপুনি গ্রামে এর অবস্থান। এই স্থানটি আরাকান রাজ্যের আরাকান পর্বতমালা অংশ ছিল। আনুমানিক ৩৫০-৪০০ বছর পূর্বে ছান্দামা রাজার আমলে এই স্থানে একটি দীঘি ছিল, এটি ছান্দামা দীঘি নামে পরিচিত ছিল। কালক্রমে উক্ত রাজবংশ বিলুপ্ত হয় এবং ধীরে ধীরে তা পরিত্যক্ত বনে পরিণত হয়। উক্ত বনের মাটির নীচে চাপা পড়ে প্রাচীন বুদ্ধমুর্তিটি। পরে সেই মূর্তিটি মাটির নীচ থেকে উদ্ধার করে সেই জায়গাতেই মন্দির নির্মাণ করা হয়।
  • মহিরা ক্ষেত্রপাল - চৈত্র সংক্রান্তির সময় এখানে মেলা বসে। দুই’শ বছর পূর্বে এটি প্রতিষ্ঠিত।
  • হাইদগাঁও ফোরাচেছী মন্দির - দেড়হাজার বছরের পুরনো হাইদগাঁও ফোরাচেছী মন্দিরের স্থান একসময় আরাকান রাজ্যের আঞ্চলিক সদর দপ্তর ছিলো।
  • ধলঘাট প্রীতিলতা ওয়াদ্দাদার ট্রাস্ট - বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দাদার পটিয়ার ধলঘাট ইউনিয়নে জন্মগ্রহণ করেন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে বীবত্বপূর্ণ অভিযানে অংশ গ্রহণ করে আত্মউৎসর্গ করেন। ধলঘাটে প্রীতিলতার স্মৃতি মন্ডিত বাসস্থান ও তাঁর আবক্ষমুর্তি অন্যতম দর্শনীয় স্থান।


  • পটিয়া সম্পর্কে আরও জানতে




    পটিয়া সম্পর্কে আরো জানতে ও জানাতেআমাদের ফেসবুক পেজের সাথেই থাকুন
    Keep updated with us via www.facebook.com/VoiceofPatiyaOfficial

    আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমেইলে (contact@voiceofpatiya.com) ফেসবুক মেসেঞ্জার (https://m.me/VoiceofPatiyaOfficial) ঠিকানায়।

    6 comments so far,Add yours

    1. অনেক কিছু জানতে পারলাম আপনাদের অসংখ্য ধন্যবাদ

      উত্তরমুছুন

    ~ মন্তব্য নীতিমালা ~

    • আমাদের প্ল্যাটফর্মে মন্তব্য, আলোচনা, সমালোচনা বজায় রাখার জন্য আমরা একটি নীতিমালা তৈরি করেছি। আমরা আশা করি যে, কোন মন্তব্য পোস্ট করার সময় আপনারা তার অনুসরণ করবেন। ভয়েস অব পটিয়া কর্তৃপক্ষ ভিজিটর কর্তৃক নির্দেশিকা লঙ্ঘন করে এমন মন্তব্যগুলো মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।

    • জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ, চেহারা বা অক্ষমতার ভিত্তিতে কোনো ব্যক্তি, কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি আপত্তিকর বা আক্রমণ করে এমন ভাষায় মন্তব্য করা যাবে না।

    • আলোচনার বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কোন মন্তব্য পোস্ট করা যাবে না। কিছু বিষয় বিস্তৃত হিসাবে গণ্য করা যেতে পারে, তবে আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে এমন কোনো বিষয় ভয়েস অব পটিয়া কর্তৃক অনুমোদন করা হবে না।

    • কোনো পক্ষকে আইনি ঝামেলায় ফেলতে পারে এমন মন্তব্য করা যাবে না।

    • বাণিজ্যিক প্রকৃতির কিংবা বিজ্ঞাপনীয় উপাদান/লিঙ্ক রয়েছে এমন মন্তব্য পোস্ট করা যাবে না।

    • যেসব মন্তব্য স্প্যামিং বলে মনে হচ্ছে এবং একাধিক পোস্ট জুড়ে অভিন্ন মন্তব্য পোস্ট করছে সেগুলো মুছে ফেলা হবে।

    • ঘৃণাত্মক, সহিংসতার প্ররোচনা দেয় অথবা ধর্মকে আক্রমণ করে এমন কোন মন্তব্য করা যাবে না।