"সংবাদ বিজ্ঞপ্তি" ক্যাটাগরীর সকল আর্টিকেল
সংবাদ বিজ্ঞপ্তি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পটিয়া পৌরসভা এলডিপির সাবেক সভাপতি কাজী ইয়াকুবের মৃত্যুবার্ষিকীতে নেতাকর্মীদের শ্রদ্ধাঞ্জলী; অলি আহমদ; কর্ণেল অলি; এলডিপি; LDP; Colonel Oli; পটিয়া; চট্টগ্রাম; জেলা; Patiya; Chattogram; Chittagong
পটিয়া পৌরসভা এলডিপির সাবেক সভাপতি কাজী ইয়াকুবের মৃত্যুবার্ষিকীতে নেতাকর্মীদের শ্রদ্ধাঞ্জলী


ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ পটিয়া পৌরসভা এলডিপির সাবেক সভাপতি মরহুম কাজী মোহাম্মদ ইয়াকুব এর ২য় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন পটিয়া এলডিপির নেতাকর্মীরা।

গত ০৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে সাবেক এ নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পটিয়া উপজেলা ও পটিয়া পৌরসভা এলডিপির নেতাকর্মীদের উদ্যোগে কচুয়াই ইউনিয়নাধীন মরহুমের কবরে কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজনের মধ্য দিয়ে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। এতে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা এলডিপি নেতা নজরুল ইসলাম, আসিফ হুদা, শাহ আলম, পটিয়া উপজেলা এলডিপি নেতা খোরশেদ আলম, গণতান্ত্রিক যুবদল পটিয়া পৌরসভার সাবেক সভাপতি মুজিবুর রহমান, গণতান্ত্রিক যুবদল নেতা মোহাম্মদ আলী, নাঈম, গণতান্ত্রিক ছাত্রদল নেতা তানিম, ইরফান, মিনহাজ, রবি প্রমুখ।

নেতাকর্মীরা মরহুম কাজী ইয়াকুবের দলের প্রতি অবদান ও তাঁর রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন। আলোচনায় পটিয়া পৌরসভা এলডিপি নেতা আসিফ হুদা বলেন, ‘বাংলার রাজনীতির চাণক্য ডক্টর কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম এলডিপি প্রতিষ্ঠা করে যে রাজনীতির ধারার সূচনা করেছিলেন সেই রাজনীতিকে পটিয়ায় ধরে রাখতে কাজী ইয়াকুব এর অবদান অনস্বীকার্য।’

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ বাড়লো ১২ জুন পর্যন্ত;শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram; Dhaka; ঢাকা
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ বাড়লো ১২ জুন পর্যন্ত; ছবি: শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ করোনার সংক্রমণ এড়াতে গত বছরের মার্চ মাস থেকে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ আরেক দফা বাড়িয়েছে সরকার। 

আগামী ১২ জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির মেয়াদ বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি। 

আজ বুধবার (২৬ মে) দুপুরে গণমাধ্যমের সাথে এক ভার্চুয়াল আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন. “আমাদের যে পরিস্থিতি আছে মহামারীর, তার সাথে সম্প্রতি ঈদযাত্রার কারণে কিছুটা সংক্রমণের হার বেড়েছে। কোনো কোনো জেলায় সংক্রমণের হার বেশ বেড়েছে। সে কারণে সবগুলো বিষয় বিবেচনা করেই ১২ জুন পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। আশা করি অবস্থার উন্নতি হলে, আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারব। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সব স্কুল খুলে দেওয়ার প্রস্তুতি আমাদের আছে। স্বাস্থ্যবিধি মেনে আমরা যেন প্রতিষ্ঠানগুলো খুলে দিতে পারি, সে নির্দেশনা দেওয়া আছে।”

শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের উৎকন্ঠার মধ্যে আবার ছুটি বাড়ানোর এ ঘোষণা এলো।

উল্লেখ্য, চলমান ছুটি স্থগিত করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করে আসছিলেন। এর মধ্যেই চলমান এ ছুটি আরেক দফা বাড়ানোর সিদ্ধান্ত জানাল সরকার।

এর আগে দু’দফা শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছিলেন। পরে এ ছুটি আবার বাড়ানো হয়েছিল।

শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram; Dhaka; ঢাকা
শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরের আগে খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান। দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি। 

বৃহস্পতিবার (২৫ মার্চ) এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন ‘পরিস্থিতি এরকম থাকলে বিশ্ববিদ্যালয়ের মত অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানও ঈদের পর খুলতে পারে। জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করে আগামীকাল শুক্রবারের মধ্যে সে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’ 

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না, যাতে করে শিক্ষক-শিক্ষার্থী সবারই ক্ষতির সম্মুখীন হতে হয়। আমরা বিকেলে জাতীয় কমিটির সঙ্গে বৈঠকে বসবো, করোনা সংক্রমণ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য বিষয়টি নিয়ে বিবেচনা করবো। যেহেতু করোনা সংক্রমণ সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও বাড়ছে সে জন্য বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে মিল রেখে ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ভাবা হচ্ছে।’


হযরত হামিদ আউলিয়া (রহিঃ)’র ওরশ ও সুন্নী সম্মেলনে সৈয়দ আবুল মনসুর আল মাইজভান্ডারী; বোয়ালখালী; ফটিকছড়ি; Boalkhali; Fatikchari; চট্টগ্রাম; Chattogram; Chittagong
হযরত হামিদ আউলিয়া (রহিঃ)’র ওরশ ও সুন্নী সম্মেলনে সৈয়দ আবুল মনসুর আল মাইজভান্ডারী

ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ বোয়ালখালী হযরত হামিদ আউলিয়া (রহিঃ) এর ১১৯ তম বার্ষিক ওরশ উদযাপন উপলক্ষে আয়োজিত সুন্নী সম্মেলন ও ছেমা মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।  

উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া গায়েবীধন মঞ্জিলের সাজ্জাদানশীল আলহাজ্ব সৈয়দ আবুল মনসুর আল মাইজভান্ডারী (ম.জি.আ.)। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ ইরফানুর রহমান মিজান আল হাসানী আল মাইজভান্ডারী (ম.জি.আ.)। অনুষ্ঠানে প্রধান ওয়াজীন হিসেবে উপস্থিত ছিলেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরী, প্রধান বক্তা মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী। বিশেষ বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আব্দুল আজিজ রজভী, মুফতি জসিম উদ্দিন আল কাদেরী, আল্লামা মনছুর আলী আল কাদেরী, মাওলানা আরিফুল হোসাইন আশরাফী, হাফেজ মোহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরী, মাওলানা সাইফুল ইসলাম খালেদ। অনুষ্ঠানে নাত পরিবেশন করেন ক্বারী মাওলানা মোহাম্মদ তারেক আবেদীন কাদেরী।

মুক্তিযোদ্ধাদের নামের আগে লিখতে হবে ‘বীর’, গেজেট প্রকাশ


ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ এখন থেকে সকল ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দটি ব্যবহারের বিধান করে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) মোঃ মতিয়ার রহমান স্বাক্ষরিত গেজেটে বলা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন-২০১৮ এর ২(১১) ধারায় মুক্তিযোদ্ধাদের “বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এ আইনের সাথে সঙ্গতি রেখে একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৩ তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সকল ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের নামের পূর্বে ‘বীর’ শব্দটি ব্যবহার করতে হবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।

চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা জাতীয় ওলামা পরিষদের; চামড়া শিল্প, ওলামা পরিষদ, কওমী মাদ্রাসা, ঢাকা, বায়তুল মোকাররম, জাতীয় মসজিদ, ঈদ উল আযহা, কুরবানীর ঈদ
ছবিঃ চামড়া শিল্প ধ্বংসের কবল থেকে রক্ষার দাবীতে জাতীয় ওলামা পরিষদের সংবাদ সম্মেলন

ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ দেশের অর্থনীতি এবং এতিম-গরীবের হক রক্ষায় পবিত্র কুরবানীর পশুর চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণের দাবি জানিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন জাতীয় ওলামা পরিষদ। 

বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় ওলামা পরিষদের উদ্যোগে দেশবরেণ্য আলেমদের এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। 
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি বারিধারা মাদরাসার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, ‘এ দেশে রফতানি শিল্পের মধ্যে পাট, চা ও চামড়া অন্যতম। কিন্তু দেশ যখন অর্থনীতিতে অগ্রসর হচ্ছিল, তখন এ তিনটি গুরুত্বপূর্ণ শিল্পখাতকেই ধ্বংস করতে একটি কুচক্রী মহল ওঠেপড়ে লেগেছে, যাতে এ দেশের অর্থনীতিকে সমূলে ধ্বংস করে দেওয়া যায়। গুরুত্বপূর্ণ এ শিল্পগুলোকে রক্ষার জন্য সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ জরুরী।’

এতে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হামিদ, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা মাহফুজুল হক, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা বশীর আহমদ, মাওলানা গোলাম মুহিউদ্দীন ইকরাম, হাফেজ মাওলানা আলী আকবর, মুফতি নেসার আহমদ, মাওলানা নাজমুল হাসান প্রমুখ। সংবাদ সম্মেলনে সভাপতির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ। 

আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, ‘আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, চামড়া শিল্পকে ধ্বংসে তৎপর সিন্ডিকেট চক্রকে প্রতিহত করে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণ করুন। দেশের অর্থনীতিকে রক্ষার জন্য চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণ করা অত্যন্ত জরুরী। অন্যথায় গত বৎসরের মতো লাখ লাখ চামড়া বিনষ্ট হওয়ার মতো ঝুঁকির আশঙ্কা তৈরি হতে পারে এবং এতে দেশের বিপুল সংখ্যক এতিম, গরীব ও নিঃস্ব মানুষ বঞ্চিত হবে। 

কুরবানীর চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণের দাবিতে জাতীয় উলামা পরিষদের উদ্যোগে আগামী ১৭ জুলাই শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এক গণসমাবেশ এবং পরদিন ১৮ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের কর্মসূচী ঘোষণা করে কর্মসূচী সর্বাত্মকভাবে সফলের জন্য সকলের প্রতি আহ্বান জানান আল্লামা নূর হোসাইন কাসেমী। 
করোনা : ইয়েস ক্লাবের উদ্যোগে গরিব-দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ; করোনা; করোনা ভাইরাস; কোভিড; কোভিড১৯; স্যানিটাইজার; বিআইটিআইডি; আইইডিসিআর; স্বাস্থ্য অধিদপ্তর;  Corona; Corona Virus; Covid; Covid19; Sanitizer; BITID; IEDCR; Health Ministry
করোনা : ইয়েস ক্লাবের উদ্যোগে গরিব-দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ করোনা মহামারীর এই দূর্যোগে চারিদিকে কর্মহীন জনজীবন। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে দেশব্যাপী দৈনন্দিন সকল ধরনের চলাচল-কাজকর্মে সীমা আরোপ করা হয়েছে। এতে কর্মহীন হয়ে সবচেয়ে অবেহেলিতভাবে দিনাতিপাত করছে গরিব-দুস্থ খেটে খাওয়া মানুষরা। এরই পরিপ্রেক্ষিতে গরিব ও দুস্থ পরিবারের সদস্যরা যাতে অনাহারে-অর্ধাহারে না ভুগে সে লক্ষ্যে পটিয়া উপজেলার জিরি ইউনিয়াধীন কৈয়গ্রামে ইয়েস ক্লাবের উদ্যোগে ৫০ টি গরিব-দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এতে ইয়েস ক্লাবের সদস্যরা উক্ত গ্রামের জনগণের মাঝে ‘করোনা ভাইরাস’ প্রতিরোধে করণীয়-সচেতনতার লক্ষ্যে প্রচারণা চালায়।
পটিয়ায় মুজিববর্ষ উপলক্ষ্যে স্মারক পাবে ১০ হাজার শিক্ষার্থী; পটিয়া; মুজিববর্ষ; বিদ্যালয়; শতর্বষ; চট্টগ্রাম দক্ষিণ জেলা; চট্টগ্রাম; চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক; ইন্দ্রপুল লবণ শিল্প; পটিয়া লবণ শিল্প; পটিয়া বাইপাস; চাঁনখালী খাল; শ্রীমাই খাল; শ্রীমতি খাল; শিক্ষাঙ্গন; স্কুল; কলেজ
পটিয়ায় মুজিববর্ষ উদযাপনের প্রস্তুতি সভায় মোড়ক উন্মোচন

ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ 
মুজিববর্ষ উপলক্ষ্যে পটিয়া উপজেলার ১০ হাজার শিক্ষার্থীর মাঝে মুজিববর্ষের স্মারক হিসেবে টিশার্ট, লোগো ও মগ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার ১৭ মার্চ সকাল ১০ টায় একযোগে উপজেলার ২২২ টি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে এ অনুষ্ঠানমালা শুরু হবে। এসময় শতশত কবুতর ও বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু ঘোষিত সাবেক মহকুমা (জেলা) বৃহত্তর পটিয়ায় মুজিববর্ষের সূচনা হবে। থাকবে জাতীয় সংগীত এবং ১০০ প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ কর্মসূচি।
পটিয়ায় গরীব-দুস্থদের মাঝে কেডিএস গ্রুপের ঈদবস্ত্র বিতরণ; পটিয়া; চট্টগ্রাম; ইউনিয়ন; জিরি; কুসুমপুরা; বড়লিয়া; আশিয়া; কাশিয়াইশ; জঙ্গলখাইন; শীতবস্ত্র; সহায়তা; Patiya; Chittagong; Chattogram
পটিয়ায় গরীব-দুস্থদের মাঝে কেডিএস গ্রুপের ঈদবস্ত্র বিতরণ

ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ দেশের শীর্ষস্থানীয় শিল্প ও রপ্তানিকারক গ্রুপ কেডিএস গ্রুপের উদ্যোগে পটিয়া উপজেলার ৬টি ইউনিয়নের ৪০ হাজার গরীব-দুস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। 
আজ রবিবার (০২ জুন) সকালে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের গ্রামের বাড়ি পটিয়ার জিরি সাঈদাইর এ এসব ঈদবস্ত্র প্রদান করা হয়। ঈদবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট খলিলুর রহমান। অনুষ্ঠানে উপজেলার জিরি, কুসুমপুরা, বড়লিয়া, আশিয়া, কাশিয়াইশ ও জঙ্গলখাইন ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষের প্রতিজনকে নগদ টাকা, শাড়ি, লুঙ্গি ও গেঞ্জি প্রদান করা হয়।

কেডিএস গ্রুপ চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, ‘যাকাত কোন করুণা নয়, এটি গরীবের প্রাপ্য অধিকার। বিত্তশালীরা যদি দারিদ্র বিমোচনের লক্ষ্যে যাকাত প্রদানে এগিয়ে আসে, তাহলে দেশে আর কোন গরীব থাকবে না।’
পটিয়া স্টুডেন্টস ফোরাম-চবি’র ইফতার মাহফিল; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
পটিয়া স্টুডেন্টস ফোরাম-চবি’র ইফতার মাহফিল

ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ ‘পটিয়া স্টুডেন্টস ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ এর উদ্যোগে বৃহষ্পতিবার (১৪ জুন ২০১৮) পটিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌর মেয়র হারুনুর রশিদ। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত বক্তরা বক্তব্যে পটিয়াস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে পটিয়া থেকে সরাসরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাস সার্ভিস চালু করার দাবি জানান। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র হারুনুর রশিদ শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে পটিয়া থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরাসরি যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয় বাসের কথা বিবেচনা করবেন বলে আশ্বাস দেন।
বীর মুক্তিযোদ্ধা সগীর মোহাম্মদ স্যারকে গার্ড অব অনার; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
বীর মুক্তিযোদ্ধা সগীর মোহাম্মদ স্যারকে ‘গার্ড অব অনার’ প্রদান করছেন পটিয়ার ইউএনও জনাব মোহাম্মদ রাসেলুল কাদের

ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ একাত্তরের রনাঙ্গনের সেনানী বীর মুক্তিযোদ্ধা ঐতিহ্যবাহী আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব সগীর মোহাম্মদ স্যারকে রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদা ‘গার্ড অব অনার’-এর মাধ্যমে বিদায় জানানো হয়। 

গতকাল (রবিবার) পটিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রাসেলুল কাদেরের নেতৃত্বে মরহুমের প্রতি ‘গার্ড অব অনার’ প্রদান করেন বাংলাদেশ পুলিশের একদল চৌকস সদস্য। 


বীর মুক্তিযোদ্ধা সগীর মোহাম্মদ স্যারকে গার্ড অব অনার
দীর্ঘদিনের কর্মস্থল প্রাণের আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে প্রথম নামাযে জানাযা এবং মরহুমের গ্রামস্থ নাঈখাইন কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় নামাযে জানাযার আনুষ্ঠানিকতা শেষে সগীর মোহাম্মদ স্যারকে তাঁর গ্রামের নাঈখাইনস্থ বাড়িতে দাফন করা হয়।


উল্লেখ্য গত শনিবার রাত ১১.৪০ ঘটিকার সময়  হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতা শেষে  পটিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় হতে প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি তাঁর চার ছেলে, তিন মেয়ে, অসংখ্য ছাত্র, শুভাকাঙ্খি, গুণগ্রাহী রেখে যান।


মরহুম এই বীরসেনানীর প্রতি ভয়েস অব পটিয়া’র পক্ষ থেকে জানাই শশ্রদ্ধ সালাম। মহান আল্লাহ তাঁর জান্নাতুল ফেরদৌস নসীব করুক। আমীন।
হযরত আবু বক্কর ছিদ্দিক (রাঃ) ফাউন্ডেশনের গরীবদুস্থদের জন্য ‘বিশুদ্ধ পানি প্রকল্প’;পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
হযরত আবু বক্কর ছিদ্দিক (রাঃ) ফাউন্ডেশনের গরীবদুস্থদের জন্য ‘বিশুদ্ধ পানি প্রকল্প’

ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ
পটিয়াস্থ হযরত আবু বক্কর ছিদ্দিক (রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ২৬ জানুয়ারী ২০১৮ ইং শুক্রবার পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ দক্ষিণঘাটা এলাকায় ১ম প্রকল্পের আওতায় গরীবদুস্থদের জন্য ২টি গৃহনির্মাণ শেষে ২য় প্রকল্প ‘বিশুদ্ধ পানির ব্যবস্থা’ এর আওতায় ৩য় পানির ট্যাংকটি অত্র এলাকার ‘অলি চৌধুরীর বাড়ী’ তে স্থাপন করা হয়। প্রকল্পটি উদ্বোধন করেন পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ। এতে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল আলম, পটিয়া উপজেলার মানবাধিকার কমিশনের সভাপতি আবু ছালেহ মুহাম্মদ শাহরিয়ার, ফাউন্ডেশন এর পরিচালক সূফি মোহাম্মাদ রেজা, নোমান রাহাত, আনিস, আরাফাত উদ্দিন চৌধুরী, সাইফু সামির, মোস্তাফিজ, আজাদ, রানা। এতে মোনাজাত পরিচালনা করেন দক্ষিণঘাটা নূরী জামে মসজিদের খতিব ও জামিরজুরি মাদ্রাসার উপাধ্যক্ষ জনাব সিরাজুল ইসলাম আল-কাদেরী। এতে বক্তারা তাদের বক্তব্যে ফাউন্ডেশনের সুনামের সহিত পরিচালকদের সাধুবাদ জানান, পরোপকারিতা পরম ধর্ম উল্লেখ করে স্ব স্ব এলাকায় প্রত্যেককে নিজ নিজ দায়িত্ববোধ থেকে এগিয়ে আসার আহবান জানান।

সম্মিলিত প্রচেষ্টা ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
সম্মিলিত প্রচেষ্টা ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ সম্মিলিত প্রচেষ্টা ফাউন্ডেশন বাংলাদেশ পটিয়া উপজেলা শাখার উদ্যোগে ভাটিখাইন ইউনিয়নের দরিদ্র পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ও সংবাদ সংস্থা দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এম এ হামিদ, সম্মিলিত প্রচেষ্টা ফাউন্ডেশনের উপদেষ্টা তাপস দে, সভাপতি মোঃ বেলাল হোসেন, সহ-সভাপতি সহিদুল ইসলাম শিমুল, সাধারন সম্পাদক রুবেল সরকার সঞ্জয়, রুবেল কান্তি গুহ, হোসেন রাজ, সাহেদুল ইসলাম, নাঈম উদ্দিন রিপন, সরোয়ার আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সম্মিলিত প্রচেষ্টা ফাউন্ডেশনের বিজয় র‌্যালী-পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
সম্মিলিত প্রচেষ্টা ফাউন্ডেশনের বিজয় র‌্যালী-পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ বিজয়ের উল্লাসে মানবতার কল্যাণ, নিরাপদ সড়ক বাস্তবায়ন ও নারী-শিশু নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক, শিশু শ্রম, মাদক-সন্ত্রাস, চোরাচালানের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলার লক্ষ্যে পটিয়াস্থ সম্মিলিত প্রচেষ্টা ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আজ ১৬ ই ডিসেম্বর সকাল ৯ ঘটিকায় ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয় সোহাগ বাজার চত্বর, রেলওয়ে স্টেশন হতে এক বিজয় র‌্যালি ও পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম কর্মসূচীর আয়োজন করা হয়। বিজয় র‌্যালী শেষে পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিজয় দিবস উদযাপন ও শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা ফাউন্ডেশনের প্রস্তুতি সভা; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা ফাউন্ডেশনের প্রস্তুতি সভা

ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন ও পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে সম্মিলিত প্রচেষ্টা ফাউন্ডেশন বাংলাদেশ, পটিয়া উপজেলা শাখার উদ্যোগে পটিয়া রেলস্টেশনস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 
উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি শহিদুল ইসলাম শিমুল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা বাবু তাপস দে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সংগঠক মির্জা মনির আহম্মদ মুন্না। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রয়েল দত্ত, যুগ্ম সম্পাদক মিঠুন দত্ত, আজাদ রুবেল, রুবেল কান্তি গুহ, আজমল হোসেন, মনি আসলাম, আমানত উল্লাহ সবুজ, হাসান খান, মিজানুর রহমান ঈশান, কেশব দাশ, হোসেন রাজ, এস ডি সাকিব, ইমু, রাকিব, তৌহিদ, তন্ময় সহ সংগঠনের সদস্যবৃন্দ। 
সভায় কার্যকরী কমিটির সম্মতিক্রমে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক বিজয় র‍্যালি ও সারাদিনব্যাপী পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়।
সমকালীন চ্যালেঞ্জ মোকাবেলায় আলেমদের এগিয়ে আসতে হবেঃ কবি মুসা আল হাফিজ; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
সমকালীন চ্যালেঞ্জ মোকাবেলায় আলেমদের এগিয়ে আসতে হবেঃ কবি মুসা আল হাফিজ

ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ পটিয়ায় আহমদ প্রকাশনের ব্যবস্থাপনায় ‘সমকালীন চ্যালেঞ্জ মোকাবেলায় আলেমদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা গত ২১ অক্টোবর’ শনিবার পটিয়ার একটি রেস্তোরায় অনুষ্টিত হয়। অনুষ্ঠানে সাহিত্যে বিশেষ অবদানের জন্য খ্যাতিমান কবি মুসা আল হাফিজকে ‘সাহিত্য সম্মাননা’ দেয়া হয়।

এতে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের বিশিষ্ট সাহিত্যিক, লেখক ও গবেষক মাওলানা মুহাম্মদ হাবীবুল্লাহ, বিশিষ্ট গবেষক ও প্রাবন্ধিক মাওলানা খন্দকার মুহাম্মদ হামীদুল্লাহ, আহমদ প্রকাশনের স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম জিহান, মাওলানা সাজ্জাদ কাসেমী, কবি আলাউদ্দিন কবির, মিনহাজ উদ্দীন, সাঈদ হোসাইন, ইযাযুল হক, হাসান রাব্বি, জামিয়া ইসলামিয়া পটিয়ার কিছু নবীন লেখকসহ আরো অনেকে।

আলোচকগণ উলামায়ে কেরামকে যুগসচেতন হবার তাগিদ দেন। ইতিহাস থেকে দূরে সরে যাওয়ায় উম্মাহর কী পরিমাণ ক্ষতি হয়েছে তা সবিস্তারে বর্ণনা করেন৷ বর্তমান কওমি মাদ্রাসার সিলেবাসে ইতিহাসের যথেষ্ট চর্চা না থাকায় দুঃখ প্রকাশ করেন তারা। নতুন প্রজন্মের মধ্যে ইতিহাসের গভীর অধ্যয়ন কিভাবে আসতে পারে তার সংক্ষিপ্ত দিক নির্দেশনাও এতে প্রদান করা হয়।

সমকালীন চ্যালেঞ্জ মোকাবেলায় আলেমদের এগিয়ে আসতে হবেঃ কবি মুসা আল হাফিজ; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram

এতে প্রধান অতিথির বক্তব্যে কবি মুসা আল হাফিজ বলেন, ‘দ্বীনি দায়িত্ব ও কর্তব্যবোধ না থাকলে লাখ লাখ সৈন্য ও অস্ত্র থাকলেও বিজয় সম্ভব নয়। তিনি অতীতের ইতিহাস থেকে টুকরো কয়েকটি ঘটনা তুলে ধরে বলেন, মিসর, বাগদাদ, ভারত উপমহাদেশে মুসলমানদের বিজয় ঘটেছিলো দ্বীনি দায়িত্ববোধসম্পন্ন মাত্র একেকজন ব্যক্তির মাধ্যমে।’ তিনি আরো বলেন, ‘সাংস্কৃতিক বিজয় রাজনৈতিক বিজয়ের পূর্বশর্ত৷ এজন্যে তিনি আলেমদের সাংস্কৃতিক শক্তি অর্জনের প্রতি উদ্বুদ্ধ করেন এবং প্রত্যেককেই সমকালীন চ্যালেঞ্জ মোকাবেলায় সাহসী ভূমিকা পালনের জন্য এগিয়ে আসার আহবান জানান।’

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১২টি নতুন বই প্রকাশ করতে যাচ্ছে পটিয়ার একমাত্র ইসলামিক গ্রন্থ প্রকাশনা প্রতিষ্ঠান আহমদ প্রকাশন।

পটিয়া পৌরসভার নতুন মেয়র ও কাউন্সিলরদের গণসংবর্ধনা; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
পটিয়া পৌরসভার নতুন মেয়র ও কাউন্সিলরদের গণসংবর্ধনা

ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ পটিয়া পৌরসভা নির্বাচনে বিজয়ী নতুন মেয়র ও কাউন্সিলরদের গণসংবর্ধনা দিয়েছে উপজেলা আওয়ামীলীগ। 
শনিবার পৌরসভার ৪ নং ওয়ার্ড শেয়ানপাড়ায় গণসংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সামশুল হক চৌধুরী এমপি বলেন, ‘আওয়ামীলীগ সরকার উন্নয়ন কাজে বিশ্বাসী সরকার। এ সরকারের আমলে সারাদেশের ন্যায় পটিয়ায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সংগঠিত হয়েছে। সাধারণ মানুষ আওয়ামীলীগ সরকারের প্রতি এখন আস্থা অর্জন করেছে। যার ফলশ্রুতিতে পটিয়ার মানুষ আওয়ামীলীগ সরকারের মনোনীত প্রার্থীদের ভোটের মাধ্যমে বিজয়ী করেছে। ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ এ পটিয়ায় যুগে যুগে জন্ম নিয়েছেন অনেক জ্ঞানী-গুণী। এ পটিয়ায় সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। সততা, নিষ্ঠা ও জবাবদিহিতামূলক রাজনীতির মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছি। উন্নয়নের মাধ্যমে পটিয়াকে আধুনিক দৃষ্টিনন্দন শহরে পরিণত করতে নির্বাচিত জন প্রতিনিধিদের একযোগে কাজ করতে হবে।’

আবদুল মজিদের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমেদ, হাজী কবির আহমদ, সংবর্ধিত মেয়র হারুনুর রশিদ, পৌর আ.লীগ সাধারণ সম্পাদক আলমগীর আলম, চৌধুরী মাহবুবুর রহমান, ফজলুল হক আল্লাই, নাছির উদ্দিন, এম.এন.এ নাছির, নুরুল ইসলাম, মাহবুবুর রহমান, অভিজিৎ বড়ুয়া মানু, জসিম উদ্দিন, হাজী রফিকুল ইসলাম, আবদুল মালেক, আবদুল আজিজ, গিয়াস উদ্দিন; সংবর্ধিত কাউন্সিলররা যথাক্রমে আবদুল খালেক, রূপক সেন, আবু ছৈয়দ, গোফরান রানা, এম. খোরশেদ গণি, শফিউল আলম, কামাল উদ্দিন বেলাল, আবদুল মন্নান, সাইফুল ইসলাম, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, ইয়াছমিন আকতার চৌধুরী, ফেরদৌসী বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা রবিউল হোসেন খোকন।
পটিয়ায় স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের আইসিটি স্কিল ডেভেলপমেন্ট কর্মশালা; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
পটিয়ায় স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের আইসিটি স্কিল ডেভেলপমেন্ট কর্মশালা

ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ পটিয়ায় স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে দু'দিন ব্যাপী ‘আইসিটি স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক কর্মশালা ০৯ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে সম্পন্ন হয়েছে।

পটিয়া উপজেলার ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয় মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

মঙ্গলবার সকালে দু'দিন ব্যাপী কর্মশালাটি শুরু হয়ে গতকাল বুধবার বিকেলে সম্পন্ন হয়। সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিজিসি ট্রাষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ধীমান বড়ুয়া। 

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুখরিতা রানী দেবী, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জনি হোড়, সাধারণ সম্পাদক যীশুদেব পাল, সাংগঠনিক সম্পাদক মোঃ এহসানুল হক, মোঃ আজিম, সোহেল, আবদুল্লাহ, বিশু বিশ্বাস, আসিফ, মুন্না, মাসুদ পাশা, রাব্বি, তৌহিদ, নয়ন শীল প্রমুখ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ধীমান বড়ুয়া তার বক্তব্যে বলেন, ‘গ্রামাঞ্চলের স্কুল শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মশালা বেশি বেশি আয়োজন করা দরকার। এতে করে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তির দিক থেকে এগিয়ে যাবে।’
স্টারলিট প্রফেশনাল ইনস্টিটিউটের পক্ষ থেকে পটিয়া সরকারী কলেজ অধ্যক্ষকে মানপত্র প্রদান; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
স্টারলিট প্রফেশনাল ইনস্টিটিউটের পক্ষ থেকে পটিয়া সরকারী কলেজ অধ্যক্ষকে মানপত্র প্রদান

ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ ডিজিটাল পটিয়া বাস্তবায়নে তরুণ সমাজকে তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ করে গড়ে তোলার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে স্টারলিট প্রফেশনাল ইনস্টিটিউট। 

প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন ‍উপলক্ষে আজ বুধবার (২৬ জুলাই) স্টারলিট প্রফেশনাল ইনস্টিটিউট-পটিয়ার পক্ষ থেকে পটিয়া সরকারী কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর এ.এন.এম. ইউসুফ চৌধুরী স্যারকে মানপত্র প্রদান করেন প্রতিষ্ঠানের পরিচালক এবং সদস্যবৃন্দ। উক্ত ‘মানপত্র প্রদান’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টারলিট প্রফেশনাল ইনস্টিটিউটের প্রধান পরিচালক জাহিদুল ইসলাম জিহান, অফিস প্রশাসন কর্মকর্তা তারেকুল ইসলাম, স্টারলিট ফাউন্ডেশনের নির্বাহী সদস্য তুহিন মাহমুদ সবুজ, আইটি কনসালটেন্ট ইঞ্জিনিয়ার ফাহাদ সহ স্টারলিট ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ এবং পটিয়া সরকারী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব আবদুস সালাম হাওলাদার, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক পার্থ সারথি সোম’সহ পটিয়া সরকারী কলেজের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ। 
উল্লেখ্য গত ১৯ জুলাই ২০১৫ ইং তারিখে স্টারলিট ফাউন্ডেশনের সহায়তায় ‘স্টারলিট প্রফেশনাল ইনস্টিটিউট’ যাত্রা শুরু করে।
আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় ও পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় একত্রীকরণের মাধ্যমে জাতীয়করণ করা এখন সময়ের দাবী; পটিয়ার প্রধান দুই বালক উচ্চ বিদ্যালয় একত্রীকরণের মাধ্যমে জাতীয়করণ করার দাবী; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram; ‍asrahs; pmhs
আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় ও পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় জাতীয়করণের দাবি

ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তি: আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় ও পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়’কে একত্রীকরণের মাধ্যমে জাতীয়করণ করার লক্ষ্যে এক মতবিনিময় সভা পটিয়া ক্লাব হলে মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হয়।

এতে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে ও জেলা বাসদ নেতা কমরেড আ.স.ম. ইউনুছের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পটিয়া পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি হারুনুর রশিদ, চট্টগ্রাম চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবদুল আলীম, মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন, দক্ষিন জেলা যুবলীগের সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দ, পৌরসভা বিএনপি নেতা ও পৌর কাউন্সিলর আমির হোসেন, পৌর আ’লীগ নেতা মোহাম্মদ হানিফ, পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ এয়াকুব, উপজেলা সিপিবির সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা পুলক কুমার দাশ, আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা ছগীর মোহাম্মদ, স্কুল শিক্ষক এটিএম তোহা, পৌর আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব বাবুল, জেলা বাসদ নেতা প্রকৌশলী সেলিম উদ্দিন, উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্যামল দে, দক্ষিণ জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক নাজিম উদ্দিন পারভেজ, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক নূর আলম সিদ্দিকী, ব্যাংকার আমীর হোসেন, এডভোকেট খুরশীদুল আলম, পটিয়া ক্লাবের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, হুলাইন ছালেহ নূর ডিগ্রী কলেজের অধ্যাপক অজিত কুমার মিত্র, সনাক টিআইবির আহ্বায়ক সাংবাদিক এস.এম.এ.কে জাহাঙ্গীর, ব্যাংকার আবুল হোসাইন, আ’লীগ নেতা নাছির উদ্দিন (পদ্মা), মোস্তফা কবির, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ নেতা অধ্যাপক ভগীরথ দাশ, আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহাদাত হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবদুল হান্নান লিটন, গোলাম কিবরিয়া চৌধুরী, নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আজমল হোসেন জামাল, ব্যবসায়ী ইমরান, রাশেদ কবির আরমান প্রমুখ।

সভায় বক্তারা ১৯৯২ সালের আলোকে তৎকালীন পটিয়ার প্রয়াত সাংসদ শাহনেওয়াজ চৌধুরীর সুপারিশ পত্র মোতাবেক পটিয়া ইউনাইটেড আদর্শ আবদুস সোবহান রাহাত আলী হাই স্কুল নামকরণের মাধ্যমে জাতীয়করণের দাবী জানান। আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় ও পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পাশাপাশি অবস্থিত হওয়ার মধ্য দিয়ে উভয় স্কুল দীর্ঘ শতাব্দী ধরে ঐতিহ্যের ধারা অব্যাহত রেখেছে। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমানে ১৭০ বছর এবং আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে ১০২ বছর ধরে পুরো চট্টগ্রাম অঞ্চলে শিক্ষার ধারা অব্যাহত রেখেছে। 

১৯৮১ সালে উভয় স্কুলকে একত্রীকরণের মাধ্যমে জাতীয়করণেরর ব্যাপারে উভয় স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক, স্কুল কমিটির সদস্য, স্থানীয় প্রশাসন, গণ্যমান্য ব্যক্তিগণ একমত পোষন করেন। পরে তা লিখিতভাবে শিক্ষা মন্ত্রণালয়েও পেশ করা হয়।
তবে ইতিহাসের নির্মম পরিহাস সাবেক মহকুমা সদর পটিয়া যেমন জেলা থেকে বঞ্চিত হয়েছে ঠিক তদ্রুপ পটিয়াতে সরকারী বালক উচ্চ বিদ্যালয় উদ্যোগ ভেস্তে যাওয়াও নির্মম পরিহাস ছাড়া কিছু নয়। তাই নেতৃবৃন্দ দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে উভয় স্কুলকে একত্রীকরণের মাধ্যমে জাতীয়করণ করা এখন সময়ের দাবী বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।