"এলডিপি" ক্যাটাগরীর সকল আর্টিকেল
এলডিপি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

পটিয়া এলডিপির ইফতার মাহফিল ও স্মরণসভা; এলডিপি; ইফতার মাহফিল; পটিয়া; LDP; Ifter Mahfil; Patiya; Chattogram-12; চট্টগ্রাম-১২
পটিয়া এলডিপির ইফতার মাহফিল ও স্মরণসভা

ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র পটিয়া পৌরসভা ও উপজেলা শাখার উদ্যোগে আজ স্থানীয় এক কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল ও প্রয়াত এলডিপি নেতৃবৃন্দের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা এলডিপির আহ্বায়ক জনাব মোহাম্মদ সৈয়দ। পটিয়া পৌরসভা এলডিপির সদস্য সচিব জনাব মোহাম্মদ মুজিবুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র চট্টগ্রাম-১২ (পটিয়া উপজেলা ও পৌরসভা) সমন্বয়ক ইঞ্জিনিয়ার আসিফ বিন হুদা। 

এতে আরো উপস্থিত ছিলেন এলডিপি পটিয়ার সদস্য মোহাম্মদ দেলোয়ার, ধর্ম বিষয়ক সম্পাদক মনির, এলডিপি নেতা মোহাম্মদ ফারুক, মোহাম্মদ বাবুল, গণতান্ত্রিক ছাত্রদল নেতা ইরফান, তৌহিদ, শাহেদ, জিসান, বেলাল, শাকিল প্রমুখ।

এলডিপি পটিয়ার সমন্বয়ক ইঞ্জিনিয়ার আসিফ বিন হুদার বক্তব্য


সংগঠনবিরোধী কার্যকলাপ-পটিয়া এলডিপির ৪ নেতাকে অবাঞ্ছিত ঘোষণা; LDP
সংগঠনবিরোধী কার্যকলাপ-পটিয়া এলডিপির ৪ নেতাকে অবাঞ্ছিত ঘোষণা

ভয়েস অব পটিয়া-প্রেস বিজ্ঞপ্তিঃ সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকায় পটিয়া পৌরসভা এলডিপির আহ্বায়ক আবদুর রশীদ, উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী ও জেলা গণতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আব্দুল কুদ্দুছকে পটিয়া পৌরসভা এলডিপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। 

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পটিয়া পৌরসভা এলডিপির নেতা-কর্মীরা জানান, ‘এলডিপির প্রেসিডেন্ট ড. কর্ণেল (অব.) অলি আহমদের নেতৃত্বে সারাদেশে যখন গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত আছে, কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দলছুট উল্লেখিত এলডিপির নামধারী নেতাগণ সংগঠনের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বৈরাচারী আওয়ামী সরকারের একপেশে ভোট ডাকাতির সাথে জড়িত হয়ে বিএনএম এর প্রার্থী এম.এয়াকুব আলীর নোঙ্গর মার্কায় প্রকাশ্যে নির্বাচনী প্রচার-প্রচারণায় জড়িত থাকায় আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হইলাম।’ 
বিবৃতিদানকারীগণ হলেন, পটিয়া পৌরসভা এলডিপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ছৈয়দ, সদস্য সচিব মুজিবুর রহমান, পটিয়া পৌরসভা গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি আমিনুল হক আমীর, পটিয়া পৌরসভা গণতান্ত্রিক শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুহাম্মদ বেলাল, পটিয়া পৌরসভা এলডিপির সদস্য সচিব মুঃ সাদ্দাম হোসেন, সদস্য মু: ফারুক, অনিল চক্রবর্তী, মু: দেলোয়ার, মু: আলি, মু: আব্দুর রহিম প্রমুখগণ।
পটিয়া পৌরসভা এলডিপির সাবেক সভাপতি কাজী ইয়াকুবের মৃত্যুবার্ষিকীতে নেতাকর্মীদের শ্রদ্ধাঞ্জলী; অলি আহমদ; কর্ণেল অলি; এলডিপি; LDP; Colonel Oli; পটিয়া; চট্টগ্রাম; জেলা; Patiya; Chattogram; Chittagong
পটিয়া পৌরসভা এলডিপির সাবেক সভাপতি কাজী ইয়াকুবের মৃত্যুবার্ষিকীতে নেতাকর্মীদের শ্রদ্ধাঞ্জলী


ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ পটিয়া পৌরসভা এলডিপির সাবেক সভাপতি মরহুম কাজী মোহাম্মদ ইয়াকুব এর ২য় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন পটিয়া এলডিপির নেতাকর্মীরা।

গত ০৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে সাবেক এ নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পটিয়া উপজেলা ও পটিয়া পৌরসভা এলডিপির নেতাকর্মীদের উদ্যোগে কচুয়াই ইউনিয়নাধীন মরহুমের কবরে কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজনের মধ্য দিয়ে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। এতে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা এলডিপি নেতা নজরুল ইসলাম, আসিফ হুদা, শাহ আলম, পটিয়া উপজেলা এলডিপি নেতা খোরশেদ আলম, গণতান্ত্রিক যুবদল পটিয়া পৌরসভার সাবেক সভাপতি মুজিবুর রহমান, গণতান্ত্রিক যুবদল নেতা মোহাম্মদ আলী, নাঈম, গণতান্ত্রিক ছাত্রদল নেতা তানিম, ইরফান, মিনহাজ, রবি প্রমুখ।

নেতাকর্মীরা মরহুম কাজী ইয়াকুবের দলের প্রতি অবদান ও তাঁর রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন। আলোচনায় পটিয়া পৌরসভা এলডিপি নেতা আসিফ হুদা বলেন, ‘বাংলার রাজনীতির চাণক্য ডক্টর কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম এলডিপি প্রতিষ্ঠা করে যে রাজনীতির ধারার সূচনা করেছিলেন সেই রাজনীতিকে পটিয়ায় ধরে রাখতে কাজী ইয়াকুব এর অবদান অনস্বীকার্য।’