
ভয়েস অব পটিয়াঃ পটিয়াস্থ হযরত আবু বক্কর ছিদ্দিক (রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে গরীবদুস্থদের জন্য ‘বিশুদ্ধ পানি প্রকল্প’
![]() |
হযরত আবু বক্কর ছিদ্দিক (রাঃ) ফাউন্ডেশনের গরীবদুস্থদের জন্য ‘বিশুদ্ধ পানি প্রকল্প’ |
ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ পটিয়াস্থ হযরত আবু বক্কর ছিদ্দিক (রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ২৬ জানুয়ারী ২০১৮ ইং শুক্রবার পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ দক্ষিণঘাটা এলাকায় ১ম প্রকল্পের আওতায় গরীবদুস্থদের জন্য ২টি গৃহনির্মাণ শেষে ২য় প্রকল্প ‘বিশুদ্ধ পানির ব্যবস্থা’ এর আওতায় ৩য় পানির ট্যাংকটি অত্র এলাকার ‘অলি চৌধুরীর বাড়ী’ তে স্থাপন করা হয়। প্রকল্পটি উদ্বোধন করেন পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ। এতে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল আলম, পটিয়া উপজেলার মানবাধিকার কমিশনের সভাপতি আবু ছালেহ মুহাম্মদ শাহরিয়ার, ফাউন্ডেশন এর পরিচালক সূফি মোহাম্মাদ রেজা, নোমান রাহাত, আনিস, আরাফাত উদ্দিন চৌধুরী, সাইফু সামির, মোস্তাফিজ, আজাদ, রানা। এতে মোনাজাত পরিচালনা করেন দক্ষিণঘাটা নূরী জামে মসজিদের খতিব ও জামিরজুরি মাদ্রাসার উপাধ্যক্ষ জনাব সিরাজুল ইসলাম আল-কাদেরী। এতে বক্তারা তাদের বক্তব্যে ফাউন্ডেশনের সুনামের সহিত পরিচালকদের সাধুবাদ জানান, পরোপকারিতা পরম ধর্ম উল্লেখ করে স্ব স্ব এলাকায় প্রত্যেককে নিজ নিজ দায়িত্ববোধ থেকে এগিয়ে আসার আহবান জানান।
Post A Comment:
0 comments so far,add yours