
ভয়েস অব পটিয়া: করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পবিত্র ঈদ-উল-ফিতরের আগে খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান
![]() |
শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি |
ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরের আগে খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান। দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি।
বৃহস্পতিবার (২৫ মার্চ) এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন ‘পরিস্থিতি এরকম থাকলে বিশ্ববিদ্যালয়ের মত অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানও ঈদের পর খুলতে পারে। জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করে আগামীকাল শুক্রবারের মধ্যে সে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’
তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না, যাতে করে শিক্ষক-শিক্ষার্থী সবারই ক্ষতির সম্মুখীন হতে হয়। আমরা বিকেলে জাতীয় কমিটির সঙ্গে বৈঠকে বসবো, করোনা সংক্রমণ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য বিষয়টি নিয়ে বিবেচনা করবো। যেহেতু করোনা সংক্রমণ সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও বাড়ছে সে জন্য বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে মিল রেখে ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ভাবা হচ্ছে।’
Post A Comment:
0 comments so far,add yours