vop-ad1

ভয়েস অব পটিয়াঃ নতুনব্রীজ-পটিয়া রুটে অতিরিক্ত ভাড়া আদায়, পরিবহন মালিক-শ্রমিকদের দৌরাত্ম, যাত্রী হয়রানীসহ বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে মতবিনিময় সভা

পরিবহন নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা যাত্রী কল্যাণ পরিষদের মতবিনিময় সভা; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
পরিবহন নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা যাত্রী কল্যাণ পরিষদের মতবিনিময় সভা

ভয়েস অব পটিয়া-বিশেষ প্রতিনিধিঃ নতুনব্রীজ-পটিয়া রুটে অতিরিক্ত ভাড়া আদায়, পরিবহন মালিক-শ্রমিকদের দৌরাত্ম, যাত্রী হয়রানীসহ বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা যাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা আজ শুক্রবার বিকালে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 
এতে পটিয়াস্থ চট্টগ্রামের বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকার যাত্রীসাধারণরা উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় বক্তারা দক্ষিণ চট্টগ্রামের পরিবহন মালিক-শ্রমিক কর্তৃক যাত্রীদের হয়রানি, অবৈধভাবে নির্ধারিতের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়সহ পরিবহন সংশ্লিষ্টদের দৌরাত্ম সম্পর্কে তাদের অভিজ্ঞতা, অভিযোগ তুলে ধরেন। 

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) পটিয়া শাখার আহ্ববায়ক বিশিষ্ট রাজনীতিবিদ স.ম.ইউনুস এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা খালেক খান, কাউন্সিলর গোফরান রানা, এডভোকেট খোরশেদ আলম, সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইব্রাহীমসহ আরো অনেকে।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত সকলেই নতুনব্রীজ-পটিয়া রুটে নির্ধারিত ভাড়া নিশ্চিতকরণ, শিক্ষার্থী-যাত্রী সাধারণকে হয়রানী বন্ধপূর্বক তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বিআরটিসি বাস সার্ভিস বৃদ্ধিকরণসহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। 

মতবিনিময় সভা হতে চট্টগ্রাম জেলা প্রশাসকসহ পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোকে বিভিন্ন দাবিদাওয়া সম্বলিত স্মারলিপি প্রদান, পটিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়। 


Share To:

Voice of Patiya

জানাতে পারেন আপনার মন্তব্য :

0 comments so far,add yours

~ মন্তব্য নীতিমালা ~

• আমাদের প্ল্যাটফর্মে মন্তব্য, আলোচনা, সমালোচনা বজায় রাখার জন্য আমরা একটি নীতিমালা তৈরি করেছি। আমরা আশা করি যে, কোন মন্তব্য পোস্ট করার সময় আপনারা তার অনুসরণ করবেন। ভয়েস অব পটিয়া কর্তৃপক্ষ ভিজিটর কর্তৃক নির্দেশিকা লঙ্ঘন করে এমন মন্তব্যগুলো মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।

• জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ, চেহারা বা অক্ষমতার ভিত্তিতে কোনো ব্যক্তি, কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি আপত্তিকর বা আক্রমণ করে এমন ভাষায় মন্তব্য করা যাবে না।

• আলোচনার বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কোন মন্তব্য পোস্ট করা যাবে না। কিছু বিষয় বিস্তৃত হিসাবে গণ্য করা যেতে পারে, তবে আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে এমন কোনো বিষয় ভয়েস অব পটিয়া কর্তৃক অনুমোদন করা হবে না।

• কোনো পক্ষকে আইনি ঝামেলায় ফেলতে পারে এমন মন্তব্য করা যাবে না।

• বাণিজ্যিক প্রকৃতির কিংবা বিজ্ঞাপনীয় উপাদান/লিঙ্ক রয়েছে এমন মন্তব্য পোস্ট করা যাবে না।

• যেসব মন্তব্য স্প্যামিং বলে মনে হচ্ছে এবং একাধিক পোস্ট জুড়ে অভিন্ন মন্তব্য পোস্ট করছে সেগুলো মুছে ফেলা হবে।

• ঘৃণাত্মক, সহিংসতার প্ররোচনা দেয় অথবা ধর্মকে আক্রমণ করে এমন কোন মন্তব্য করা যাবে না।