ভয়েস অব পটিয়া-বিশেষ প্রতিনিধিঃ নতুনব্রীজ-পটিয়া রুটে অতিরিক্ত ভাড়া আদায়, পরিবহন মালিক-শ্রমিকদের দৌরাত্ম, যাত্রী হয়রানীসহ বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা যাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা আজ শুক্রবার বিকালে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ভয়েস অব পটিয়া-বিশেষ প্রতিনিধিঃ নতুনব্রীজ-পটিয়া রুটে অতিরিক্ত ভাড়া আদায়, পরিবহন মালিক-শ্রমিকদের দৌরাত্ম, যাত্রী হয়রানীসহ বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা যাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা আজ শুক্রবার বিকালে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে পটিয়াস্থ চট্টগ্রামের বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকার যাত্রীসাধারণরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা দক্ষিণ চট্টগ্রামের পরিবহন মালিক-শ্রমিক কর্তৃক যাত্রীদের হয়রানি, অবৈধভাবে নির্ধারিতের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়সহ পরিবহন সংশ্লিষ্টদের দৌরাত্ম সম্পর্কে তাদের অভিজ্ঞতা, অভিযোগ তুলে ধরেন।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)- পটিয়া শাখার আহ্ববায়ক স.ম.ইউনুস এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা খালেক খান, কাউন্সিলর গোফরান রানা, এডভোকেট খোরশেদ আলম, সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইব্রাহীমসহ আরো অনেকে।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত সকলেই নতুনব্রীজ-পটিয়া রুটে নির্ধারিত ভাড়া নিশ্চিতকরণ, শিক্ষার্থী-যাত্রী সাধারণকে হয়রানী বন্ধপূর্বক তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বিআরটিসি বাস সার্ভিস বৃদ্ধিকরণসহ বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন।
মতবিনিময় সভা হতে চট্টগ্রাম জেলা প্রশাসকসহ পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোকে বিভিন্ন দাবিদাওয়া সম্বলিত স্মারলিপি প্রদান, পটিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়।
পটিয়া সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজের সাথে থাকুন।
Post A Comment:
0 comments so far,add yours
Note: Only a member of this blog may post a comment.