এক নজরে দেখে নিই পটিয়া পৌরসভা নির্বাচনের খুঁটিনাটি

এক নজরে দেখে নিই পটিয়া পৌরসভা নির্বাচনের খুঁটিনাটি

৪র্থ ধাপে ইভিএমের মাধ্যমে পটিয়া পৌরসভা নির্বাচন-২০২১ 
এক নজরে দেখে নিই পটিয়া পৌরসভা নির্বাচনের খুঁটিনাটি

৫২. পটিয়া পৌরসভা

মোট ভোটার : ৩৯,৭৮৭
পুরুষ ভোটার : ২০,৯২৫
নারী ভোটার : ১৮,৮৬২
ভোটের তারিখ : ১৪ ফেব্রুয়ারী ২০২১ ইং

নির্বাচনী ফলাফল
বেসরকারীভাবে ঘোষিত

মেয়র 
আইয়্যুব বাবুল - আওয়ামীলীগ সমর্থিত নৌকার প্রার্থী

কাউন্সিলর
১ নং ওয়ার্ড - নাছির উদ্দিন (উটপাখি)
২ নং ওয়ার্ড - রূপক কুমার সেন (উটপাখি)
৩ নং ওয়ার্ড - গিয়াস উদ্দিন আজাদ (ডালিম)
৪ নং ওয়ার্ড - গোফরান রানা (পাঞ্জাবী)
৫ নং ওয়ার্ড - জসিম উদ্দিন (বিনা প্রতিদ্ধন্ধীতায়)
৬ নং ওয়ার্ড - শফিউল আলম শফি (টেবিল ল্যাম্প)
৭ নং ওয়ার্ড - কামাল উদ্দিন বেলাল (টেবিল ল্যাম্প)
৮ নং ওয়ার্ড - ছরওয়ার কামাল মোছলেহ উদ্দিন রাজীব (উটপাখি)
৯ নং ওয়ার্ড - সাইফুল ইসলাম (উটপাখি)

সংরক্ষিত মহিলা কাউন্সিলর
১ নং - বুলবুল আকতার (চশমা)
২ নং - ইয়াসমিন আকতার চৌধুরী (আনারস)
৩ নং - ফেরদৌস বেগম (চশমা)

গেজেট


প্রতিদ্ধন্ধী প্রার্থী ও তাদের প্রতীক

মেয়র পদপ্রার্থী


আইয়্যুব বাবুল (নৌকা - আওয়ামীলীগ) • হলফনামা  নির্বাচনী ব্যায়
নুরুল ইসলাম (ধানের শীষ - বিএনপি) • হলফনামা • নির্বাচনী ব্যায়
মোঃ শামসুল আলম (লাঙ্গল - জাতীয় পার্টি) • হলফনামা • নির্বাচনী ব্যায়
মুহাম্মদ আলী হোসাইন (মোমবাতি - ইসলামী ফ্রন্ট) • হলফনামা • নির্বাচনী ব্যায়


কাউন্সিলর পদপ্রার্থী


১ নং ওয়ার্ড
আবদুল খালেক (ডালিম) হলফনামা নির্বাচনী ব্যায়
মোঃ নাছির (উটপাখি) • হলফনামা  নির্বাচনী ব্যায়
জয়নাল আবেদীন (পাঞ্জাবী) • হলফনামা  নির্বাচনী ব্যায়

২ নং ওয়ার্ড
শাহদাদ হোসেন (পাঞ্জাবী) • হলফনামা  নির্বাচনী ব্যায়
রূপক কুমার সেন (উটপাখি) • হলফনামা  নির্বাচনী ব্যায়
সঞ্জীব কুমার দাশ (টেবিল ল্যাম্প) • হলফনামা  নির্বাচনী ব্যায়

৩ নং ওয়ার্ড
মোহাম্মদ আলমগীর (পাঞ্জাবী) • হলফনামা  নির্বাচনী ব্যায়
মুহাম্মদ আবু ছৈয়দ (উটপাখি) • হলফনামা  নির্বাচনী ব্যায়
গোলাম কাদের (গাজর) • হলফনামা  নির্বাচনী ব্যায়
গিয়াস উদ্দিন নেওয়াজ আজাদ (ডালিম) • হলফনামা  নির্বাচনী ব্যায়
সৈয়দ আবেদুজ্জামান আমিরী (টেবিল ল্যাম্প) • হলফনামা  নির্বাচনী ব্যায়

৪ নং ওয়ার্ড
গোফরান রানা (পাঞ্জাবী) Not Found  নির্বাচনী ব্যায়
মুহাম্মদ শফিকুল ইসলাম (ব্ল্যাক বোর্ড) • হলফনামা  নির্বাচনী ব্যায়
এম. এ আবছার (উটপাখি) • হলফনামা  নির্বাচনী ব্যায়

৫ নং ওয়ার্ড
জসিম উদ্দিন (বিনা প্রতিদ্ধন্ধীতায়) • হলফনামা  নির্বাচনী ব্যায়

৬ নং ওয়ার্ড
আবুল কাশেম (পাঞ্জাবী) • হলফনামা  নির্বাচনী ব্যায়
জাহাঙ্গীর আলম চৌধুরী (গাজর) • হলফনামা  নির্বাচনী ব্যায়
রূপসী দাস (উটপাখি) • হলফনামা  নির্বাচনী ব্যায়
শফিউল আলম শফি (টেবিল ল্যাম্প) • হলফনামা  নির্বাচনী ব্যায়
আবুল মনছুর (ডালিম) • হলফনামা  নির্বাচনী ব্যায়
রুবেল দাস (ব্ল্যাক বোর্ড) • হলফনামা  নির্বাচনী ব্যায়

৭ নং ওয়ার্ড
নাজিম (উটপাখি) • হলফনামা  নির্বাচনী ব্যায়
মোঃ কামরুল ইসলাম (ডালিম) • হলফনামা  নির্বাচনী ব্যায়
মোঃ কামাল উদ্দিন (টেবিল ল্যাম্প) • হলফনামা  নির্বাচনী ব্যায়
মোঃ হাসান মুরাদ (পাঞ্জাবী) • হলফনামা  নির্বাচনী ব্যায়

৮ নং ওয়ার্ড
আবদুল মান্নান (ডালিম) • হলফনামা  নির্বাচনী ব্যায়
মোস্তাক আহমদ (পাঞ্জাবী) • হলফনামা  নির্বাচনী ব্যায়
ছরওয়ার কামাল মোছলেহ উদ্দিন রাজীব (উটপাখি) Not Found  নির্বাচনী ব্যায়

৯ নং ওয়ার্ড
মোঃ ইলিয়াছ চৌধুরী (ডালিম) • হলফনামা  নির্বাচনী ব্যায়
মোহাম্মদ সোহেল (ব্ল্যাক বোর্ড) • হলফনামা  নির্বাচনী ব্যায়
আহমদ নূর চৌধুরী (টেবিল ল্যাম্প) • Not Found  Not Found
আবদুল মাবুদ (পাঞ্জাবী) • হলফনামা  নির্বাচনী ব্যায়
এস.এম খলিলুজ্জামান আমিরী (ব্রীজ) • হলফনামা  নির্বাচনী ব্যায়
সাইফুল ইসলাম (উটপাখি) • হলফনামা  নির্বাচনী ব্যায়


সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী


সংরক্ষিত আসন - ১
বুলবুল আকতার (চশমা) • হলফনামা
ফাতেমা বেগম (জবাফুল) • হলফনামা
শিরিন আকতার (আনারস) • হলফনামা

সংরক্ষিত আসন - ২
ইয়াছমিন আকতার চৌধুরী (আনারস) • হলফনামা
জোৎস্না আরা বেগম (চশমা) • হলফনামা
শাহনাজ বেগম (জবাফুল) • হলফনামা

সংরক্ষিত আসন - ৩
ফেরদৌস বেগম (চশমা) • হলফনামা
ফারহানা ইয়াছমিন (আনারস)  • হলফনামা
পারভীন আকতার (অটোরিকশা)  • হলফনামা


 পৌরসভা নির্বাচনের সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন আমাদের  ফেসবুক পেইজে  



সর্বশেষ আপডেট : ১৫.০২.২০২১ রাত ১০.৫৯

Fetched data in 0.3 Sec from server3.voiceofpatiya.com

0 comments so far,add yours

~ মন্তব্য নীতিমালা ~

😀 আমাদের পোর্টালে মন্তব্য, আলোচনা-সমালোচনা বজায় রাখার জন্য আমরা একটি নীতিমালা তৈরি করেছি। আমরা আশা করি, আপনারা তার যথাযথ অনুসরণ করে আপনাদের মন্তব্য প্রদান করবেন।

• ভয়েস অব পটিয়া কর্তৃপক্ষ ভিজিটর কর্তৃক নির্দেশিকা লঙ্ঘন করে এমন মন্তব্যগুলো মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।

• জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ, চেহারা ইত্যাদির ভিত্তিতে কোনো ব্যক্তি, কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি আপত্তিকর বা আক্রমণ করে এমন ভাষায় মন্তব্য করা যাবে না।

• আলোচনার বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কোন মন্তব্য করা যাবে না। কিছু বিষয় ব্যতিক্রমী হিসেবে গণ্য করা যেতে পারে, তবে আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে এমন কোনো বিষয় ভয়েস অব পটিয়া কর্তৃক অনুমোদন করা হবে না।

• বাণিজ্যিক প্রকৃতির কিংবা বিজ্ঞাপনীয় উপাদান/লিঙ্ক রয়েছে এমন মন্তব্য করা যাবে না।

• যেসব মন্তব্য স্প্যামিং বলে প্রতীয়মান হচ্ছে এবং একাধিক পোস্ট জুড়ে অভিন্ন মন্তব্য করলে সেগুলো মুছে ফেলা হবে।

• ঘৃণাত্মক, আক্রমণাত্মক, সহিংসতার প্ররোচনা দেয় এরকম কোন মন্তব্য করা যাবে না।

পরামর্শের জন্য মেইল contact@voiceofpatiya.com