৫ম উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ | পটিয়া উপজেলা
একনজরে দেখে নিই পটিয়া উপজেলার খুঁটিনাটি
পটিয়া উপজেলা
৩য় ধাপে অনুষ্ঠিতব্য নং: ১১৬
ভোটের তারিখ: ২৪ মার্চ ২০১৯ ইং
মোট ভোটার: ২,৮৫,৮৭২
পুরুষ ভোটার: ১,৪৯,২৮৬
নারী ভোটার: ১,৩৬,৫৮৬
নির্বাচনী এরিয়া: পটিয়া উপজেলা
ফলাফল
সর্বশেষ প্রাপ্ত বেসরকারী ফলাফলে
চেয়ারম্যান পদে জয়ী
আওয়ামীলীগের (নৌকা) প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী
ভাইস চেয়ারম্যান পদে জয়ী
আওয়ামীলীগের (উড়োজাহাজ) প্রার্থী তিমির বরণ চৌধুরী
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় জয়ী
আওয়ামীলীগের মাজেদা বেগম
মোট কেন্দ্রঃ ১১৩, প্রাপ্ত কেন্দ্রঃ ১১২
চেয়ারম্যান পদ
মোতাহেরুল ইসলাম চৌধুরী ( আওয়ামীলীগ - নৌকা)
প্রাপ্ত ভোটঃ ১,২১,১৬৭
আফরোজা জলি (স্বতন্ত্র - আনারস )
প্রাপ্ত ভোটঃ ২,৩৮৮
মুহাম্মদ সাজ্জাত হোসেন (স্বতন্ত্র - দোয়াত-কলম)
প্রাপ্ত ভোটঃ ২,৬২৫
ভাইস চেয়ারম্যান পদ
ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু (ইসলামী ফ্রন্ট - বই)
প্রাপ্ত ভোটঃ ২৫,০৫৬
তিমির বরণ চৌধুরী (আওয়ামীলীগ - উড়োজাহাজ)
প্রাপ্ত ভোটঃ ৯২,৪৬৫
মোহাম্মদ সাহাব উদ্দিন (স্বতন্ত্র - তালা)
প্রাপ্ত ভোটঃ ৮,২৬৮
মহিলা ভাইস চেয়ারম্যান পদ
মাজেদা বেগম
বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী
মোট ভোটার: ২,৮৫,৮৭২
চেয়ারম্যান পদে
প্রাপ্ত ভোট: ১২৮৩৮৪
বৈধ ভোট: ১২৬১৮০
ভাইস চেয়ারম্যান পদে
প্রাপ্ত ভোট: ১,২৮,২৬৯
বৈধ ভোট: ১,২৫,৮৯২
প্রার্থী
পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনের খবরাখবর
Back To Top
0 comments so far,add yours
~ মন্তব্য নীতিমালা ~
😀 আমাদের পোর্টালে মন্তব্য, আলোচনা-সমালোচনা বজায় রাখার জন্য আমরা একটি নীতিমালা তৈরি করেছি। আমরা আশা করি, আপনারা তার যথাযথ অনুসরণ করে আপনাদের মন্তব্য প্রদান করবেন।
• ভয়েস অব পটিয়া কর্তৃপক্ষ ভিজিটর কর্তৃক নির্দেশিকা লঙ্ঘন করে এমন মন্তব্যগুলো মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।
• জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ, চেহারা ইত্যাদির ভিত্তিতে কোনো ব্যক্তি, কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি আপত্তিকর বা আক্রমণ করে এমন ভাষায় মন্তব্য করা যাবে না।
• আলোচনার বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কোন মন্তব্য করা যাবে না। কিছু বিষয় ব্যতিক্রমী হিসেবে গণ্য করা যেতে পারে, তবে আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে এমন কোনো বিষয় ভয়েস অব পটিয়া কর্তৃক অনুমোদন করা হবে না।
• বাণিজ্যিক প্রকৃতির কিংবা বিজ্ঞাপনীয় উপাদান/লিঙ্ক রয়েছে এমন মন্তব্য করা যাবে না।
• যেসব মন্তব্য স্প্যামিং বলে প্রতীয়মান হচ্ছে এবং একাধিক পোস্ট জুড়ে অভিন্ন মন্তব্য করলে সেগুলো মুছে ফেলা হবে।
• ঘৃণাত্মক, আক্রমণাত্মক, সহিংসতার প্ররোচনা দেয় এরকম কোন মন্তব্য করা যাবে না।
পরামর্শের জন্য মেইল contact@voiceofpatiya.com