vop-ad1

ভয়েস অব পটিয়াঃ করোনা প্রাদুর্ভাবে তড়িৎ গতিতে স্যানিটাইজার উৎপাদনের সিদ্ধান্ত নেয়ায় বদলি করা হয়েছে দেশের একমাত্র রাষ্ট্রয়াত্ত ডিস্ট্রিলারি প্রতিষ্ঠান ‘কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাহিদ আলী আনছারীকে।

করোনা; করোনা ভাইরাস; কোভিড; কোভিড১৯; স্যানিটাইজার; বিআইটিআইডি; আইইডিসিআর; স্বাস্থ্য অধিদপ্তর; কেরু এন্ড কোম্পানী; Carew & Company; Corona; Corona Virus; Covid; Covid19; Sanitizer; BITID; IEDCR; Health Ministry
রাষ্ট্রয়াত্ত কোম্পানি কেরু এন্ড কোম্পানীর স্যানিটাইজার ‘কেরুজ হ্যান্ড স্যানিটাইজার’

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ করোনা প্রাদুর্ভাবের শুরুতে জাতীয় চাহিদার প্রেক্ষিতে তড়িৎ গতিতে স্যানিটাইজার উৎপাদনের সিদ্ধান্ত নেয়ার পরপরই বদলি করা হয়েছে দেশের একমাত্র রাষ্ট্রয়াত্ত ডিস্ট্রিলারি প্রতিষ্ঠান ‘কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাহিদ আলী আনছারীকে। 

২৪ মার্চ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চীফ অব পার্সোনাল মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ‘ইক্ষু উন্নয়ন ও গবেষণা পরিদফতরে’ সংযুক্ত করা হয়েছে। আকস্মিক এই বদলিতে বিষ্ময় প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। তাদের মতে, ‘জাতির এই ক্রান্তিলগ্নে যখনই হ্যান্ড স্যানিটাইজারের বিপুল চাহিদা-তখনই তড়িৎ গতিতে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের সিদ্ধান্ত নেন এমডি জাহিদ আলী আনছারী। তার এই তড়িৎ সিদ্ধান্তের বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তারা সহজভাবে মেনে নিতে পারেননি। এ কারণেই অযৌক্তিকভাবে বদলি করা হয় জাহিদ আলী আনছারীকে।’ 

এই বদলির ফলে সুলভমূল্যে দেশীয় হ্যান্ড স্যানিটাইজার মানুষের হাতে পৌঁছে দেয়ার উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানা গেছে। 

উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশেও উদ্ভব হয়েছে নজিরবিহীন সঙ্কটময় পরিস্থিতির। দেশে সঙ্কট তৈরি হয়েছে হ্যান্ড স্যানিটাইজারের। ঝোপ বুঝে কয়েকটি স্যানিটাইজার উৎপাদনকারী কয়েকটি কোম্পানিও দাম বাড়িয়েছে কয়েকগুণ বেশি। এহেন পরিস্থিতিতে তড়িৎ সিদ্ধান্তে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বিপণন শুরু করেছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) আওতাভুক্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাহিদ আলী আনছারীর তত্ত্বাবধানে দ্রুততম সময়ের মধ্যে এটির বাজারজাত শুরু হয়। এ হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে ৯৯.৯৯ শতাংশ জীবাণু নষ্ট হবে বলে জানিয়েছেন কেরুর রসায়নবিদরা। 

‘কেরুজ হ্যান্ড স্যানিটাইজার’ নামে এ পণ্য বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। গত ২৩ মার্চ থেকে ‘কেরুজ স্যানিটাইজারের’ বিপণন শুরু হয়। প্রথম দিকে প্রায় ৫০ কার্টন (প্রতি কার্টনে ১০০ বোতল) উৎপাদন করা হয়েছে। এর পরদিনই ২৪ মার্চ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চিফ অব পার্সোনাল মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে অবসর গমনের সুবিধার্থে কেরু এন্ড কোম্পানির এমডি জাহিদ আলী আনছারীকে সদর দফতরের ‘ইক্ষু উন্নয়ন ও গবেষণা পরিদফতরে’ সংযুক্ত করতে বলা হয়।
Share To:

Voice of Patiya

জানাতে পারেন আপনার মন্তব্য :

0 comments so far,add yours

~ মন্তব্য নীতিমালা ~

• আমাদের প্ল্যাটফর্মে মন্তব্য, আলোচনা, সমালোচনা বজায় রাখার জন্য আমরা একটি নীতিমালা তৈরি করেছি। আমরা আশা করি যে, কোন মন্তব্য পোস্ট করার সময় আপনারা তার অনুসরণ করবেন। ভয়েস অব পটিয়া কর্তৃপক্ষ ভিজিটর কর্তৃক নির্দেশিকা লঙ্ঘন করে এমন মন্তব্যগুলো মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।

• জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ, চেহারা বা অক্ষমতার ভিত্তিতে কোনো ব্যক্তি, কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি আপত্তিকর বা আক্রমণ করে এমন ভাষায় মন্তব্য করা যাবে না।

• আলোচনার বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কোন মন্তব্য পোস্ট করা যাবে না। কিছু বিষয় বিস্তৃত হিসাবে গণ্য করা যেতে পারে, তবে আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে এমন কোনো বিষয় ভয়েস অব পটিয়া কর্তৃক অনুমোদন করা হবে না।

• কোনো পক্ষকে আইনি ঝামেলায় ফেলতে পারে এমন মন্তব্য করা যাবে না।

• বাণিজ্যিক প্রকৃতির কিংবা বিজ্ঞাপনীয় উপাদান/লিঙ্ক রয়েছে এমন মন্তব্য পোস্ট করা যাবে না।

• যেসব মন্তব্য স্প্যামিং বলে মনে হচ্ছে এবং একাধিক পোস্ট জুড়ে অভিন্ন মন্তব্য পোস্ট করছে সেগুলো মুছে ফেলা হবে।

• ঘৃণাত্মক, সহিংসতার প্ররোচনা দেয় অথবা ধর্মকে আক্রমণ করে এমন কোন মন্তব্য করা যাবে না।