![]() |
করোনা : শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে নির্দেশনা জারি |
ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ কোভিড-১৯ করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
গতকাল শনিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ০৪ ফেব্রুয়ারীর মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কোভিড-১৯ করোনা ভাইরাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলার গাইডলাইন অনুসরণকল্পে এ নির্দেশনা জারি করা হয়।
গাইডলাইন অনুযায়ী আগামী ০৪ ফেব্রুয়ারীর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানকে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়া মাত্র প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।
0 comment: