রাশেদ রউফ

(জন্ম: ছনহরা ইউনিয়ন, পটিয়া)


রাশেদ রউফ


একজন বাংলাদেশী কবি, লেখক, সাহিত্যিক ও সাংবাদিক। বর্তমানে তিনি চট্টগ্রামের দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক পদে কর্মরত আছেন। শিশু সাহিত্যের জন্য বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন এই সাহিত্যিক। 


জন্ম ও বেড়ে ওঠা 
রাশেদ রউফ ১ জানুয়ারি ১৯৬৪ সালে চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা গ্রামে জন্মগ্রহণ করেন। সে গ্রামেই বেড়ে উঠেছেন তিনি। তাঁর বাবার নাম নুর সৈয়দ, মায়ের নাম মাবেয়া বেগম। তাঁরা ৬ ভাই ৪ বোন। ভাইদের মধ্যে তিনি বড়। 

শিক্ষাজীবন 
রাশেদ রউফের শিক্ষাজীবন শুরু হয় পটিয়াস্থ ছনহরা প্রাথমিক বিদ্যালয়ে।। এরপর ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়, পটিয়া সরকারি কলেজ হয়ে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। ১৯৮৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে স্নাতক এবং ১৯৮৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
কর্মজীবন 
শিক্ষা জীবন শেষ করেই রাশেদ রউফ পেশা হিসেবে বেছে নিয়েছেন সাংবাদিকতাকে। ১৯৯১ সালে বাংলাদেশের প্রাচীনতম পত্রিকা দৈনিক আজাদীতে বার্তা বিভাগে সহ-সম্পাদক হিসেবে যোগ দেন। বর্তমানে এ পত্রিকার সহযোগী সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি। লেখালেখি শুরু স্কুল জীবন থেকেই লেখালেখির সূত্রপাত। 
ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন এক সহপাঠীর কাব্য চর্চায় অনুপ্রাণিত হয়ে তাঁর কবিতা চর্চা শুরু। পরে তাঁর প্রিয় শিক্ষক আশা কিরণ চৌধুরীর অনুপ্রেরণায় লেখালেখিতে নিরবিচ্ছিন্ন যাত্রা। তবে পত্রিকার প্রথম লেখা প্রকাশ ১৯৮০ সালে, যখন তিনি পটিয়া সরকারী কলেজের একাদশ শ্রেণির ছাত্র। 

প্রকাশিত গ্রন্থ 
এ পর্যন্ত রাশেদ রউফের প্রায় অর্ধশত বই প্রকাশিত হয়েছে। 
সেগুলো হচ্ছে : 
কিশোর কাব্যগ্রন্থ আকাশের সীমানায় সূর্যের ঠিকানায় (১৯৯১),
আগল ভাঙা পাগল হাওয়া (১৯৯৬),
বিকেল মানে ছুটি (১৯৯৬), 
ধানের গানে প্রাণের বাঁশি (১৯৯৮), 
যাওয়ার পথে হাওয়ার রেলে (১৯৯৯), 
স্বাধীনতার প্রিয় কবিতা (২০০০), 
ছুটির মজা কেমন মজা (২০০০), 
আয়রে খোকন ঘরে আয় (২০০২), 
নির্বাচিত কিশোর কবিতা (২০০৪), 
ছবির মতো দেশ (২০০৮), 
আনন্দ সাম্পান (২০০৯), 
পরীর নূপুর (২০১২), 
ভাষা-আন্দোলন মুক্তিযুদ্ধ-স্বাধীনতা ও দেশের কবিতা (২০১৪), 
তোমার জন্য সোনার বাংলা (২০১৬), 
কী শোভা কী ছায়া গো (২০১৭)। 

প্রবন্ধ-গবেষণাগ্রন্থ 
ছন্দ পরিচয় (১৯৯৬), 
ছড়া জাদুকর সুকুমার বড়ুয়া (১৯৯৯), 
ছড়াশিল্পী লুৎফর রহমান রিটন (২০০০), 
বাংলাদেশের ছড়া : রূপ ও রূপকার (২০০৭), 
রবীন্দ্রনাথ : ছোটোদের আপন (২০১২),
আলোয় ভুবন ভরা ( ২০১৬), 
আমাদের শিশুসাহিত্য : ছন্দোময় সোনালি রেখা (২০১৬)

জীবনী 
মোহাম্মদ খালেদ (২০১৬)

কাব্যগ্রন্থ 
তোমার জন্য সকাল আমার তোমার জন্য রাত (১৯৯৭), 
এসো পঞ্চাশে এসো মন চাষে (২০১৩)

ছড়াগ্রন্থ 
সমকালীন ছড়া (১৯৯৭), 
অন্ত্যমিলসমগ্র : ১ (২০১৬)

কিশোর গল্প ও উপন্যাসগ্রন্থ 
কাকবন্ধু ও ভূতের গল্প (২০০৬),
পরীর ভুবন (২০০৯),
পরি কি সত্যি সত্যি ঘরে এসেছিল (২০১৫),
রূপ অরূপের আলো (২০১৭).
খোলা আকাশের দিন (২০১৭).
সম্পাদিত গ্রন্থ অথৈ (১৯৯৩),
দুরন্ত (১৯৯৫),
চাঁদের কপালে চাঁদ (১৯৯৫),
মুক্তিযুদ্ধের ছড়া ও কবিতা (১৯৯৭)



Keep updated with us via www.facebook.com/VoiceofPatiyaFans

0 comments so far,add yours

~ মন্তব্য নীতিমালা ~

• আমাদের প্ল্যাটফর্মে মন্তব্য, আলোচনা, সমালোচনা বজায় রাখার জন্য আমরা একটি নীতিমালা তৈরি করেছি। আমরা আশা করি যে, কোন মন্তব্য পোস্ট করার সময় আপনারা তার অনুসরণ করবেন। ভয়েস অব পটিয়া কর্তৃপক্ষ ভিজিটর কর্তৃক নির্দেশিকা লঙ্ঘন করে এমন মন্তব্যগুলো মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।

• জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ, চেহারা বা অক্ষমতার ভিত্তিতে কোনো ব্যক্তি, কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি আপত্তিকর বা আক্রমণ করে এমন ভাষায় মন্তব্য করা যাবে না।

• আলোচনার বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কোন মন্তব্য পোস্ট করা যাবে না। কিছু বিষয় বিস্তৃত হিসাবে গণ্য করা যেতে পারে, তবে আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে এমন কোনো বিষয় ভয়েস অব পটিয়া কর্তৃক অনুমোদন করা হবে না।

• কোনো পক্ষকে আইনি ঝামেলায় ফেলতে পারে এমন মন্তব্য করা যাবে না।

• বাণিজ্যিক প্রকৃতির কিংবা বিজ্ঞাপনীয় উপাদান/লিঙ্ক রয়েছে এমন মন্তব্য পোস্ট করা যাবে না।

• যেসব মন্তব্য স্প্যামিং বলে মনে হচ্ছে এবং একাধিক পোস্ট জুড়ে অভিন্ন মন্তব্য পোস্ট করছে সেগুলো মুছে ফেলা হবে।

• ঘৃণাত্মক, সহিংসতার প্ররোচনা দেয় অথবা ধর্মকে আক্রমণ করে এমন কোন মন্তব্য করা যাবে না।