
ভয়েস অব পটিয়াঃ পটিয়া অটো টেম্পু-টেক্সী সমবায় কল্যাণ সমিতির নির্বাচনে সংঘটিত সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে
![]() |
পটিয়া টেম্পু-টেক্সী সমবায় সমিতির নির্বাচনে সংঘর্ষের ঘটনায় ২৫০ জনের বিরুদ্ধে মামলা |
ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্ক: পটিয়ায় গত শনিবার অনুষ্ঠিত পটিয়া অটো টেম্পু টেক্সী সমবায় কল্যাণ সমিতির নির্বাচনে সংঘটিত সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৫০ জন শ্রমিকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।
উক্ত মামলায় অভিযুক্তরা হলেন, আবদুল মান্নান (৩০), মোঃ ফারুক (২৫), আবদুল
আজিজ কালু (২৬), জাহাঙ্গীর আলম (২৫), আবদুল হানিফ (১৮), বেলাল উদ্দিন (২৫),
রুবেল (২৬), লিটন (২৬)। অভিযুক্তদের আদালতে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, ঘটনার দিন রাতে পটিয়া থানার
উপ-পরিদর্শক মোহাম্মদ আলী বাদী হয়ে পটিয়া অটো টেম্পো-টেক্সী-সিএনজি শ্রমিক কল্যাণ
সমিতির সভাপতি বদিউল আলমকে প্রধান করে অজ্ঞাতনামা ২৩ জনসহ মোট ২৫০
জনকে আসামি করে এই মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, পটিয়া অটো টেম্পু টেক্সী সমবায় কল্যাণ সমিতির নির্বাচন চলাকালে সভাপতি
প্রার্থী বদিউল আলম জোরপূর্বক ভোট কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে পুলিশ
বাঁধা দেয়। এতে বদিউল আলম সমর্থিত প্রার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ ঘটে। ঘটনার দিন রাতে উপজেলা মিলনায়তনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
জানাতে পারেন আপনার মন্তব্য :
0 comments so far,add yours
~ মন্তব্য নীতিমালা ~
😀 আমাদের পোর্টালে মন্তব্য, আলোচনা, সমালোচনা বজায় রাখার জন্য আমরা একটি নীতিমালা তৈরি করেছি। আমরা আশা করি, কোন মন্তব্য পোস্ট করার সময় আপনারা তার অনুসরণ করবেন।
• ভয়েস অব পটিয়া কর্তৃপক্ষ ভিজিটর কর্তৃক নির্দেশিকা লঙ্ঘন করে এমন মন্তব্যগুলো মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।
• জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ, চেহারা বা অক্ষমতার ভিত্তিতে কোনো ব্যক্তি, কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি আপত্তিকর বা আক্রমণ করে এমন ভাষায় মন্তব্য করা যাবে না।
• আলোচনার বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কোন মন্তব্য করা যাবে না। কিছু বিষয় ব্যতিক্রমী হিসেবে গণ্য করা যেতে পারে, তবে আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে এমন কোনো বিষয় ভয়েস অব পটিয়া কর্তৃক অনুমোদন করা হবে না।
• কোনো পক্ষকে আইনি ঝামেলায় ফেলতে পারে এমন মন্তব্য করা যাবে না।
• বাণিজ্যিক প্রকৃতির কিংবা বিজ্ঞাপনীয় উপাদান/লিঙ্ক রয়েছে এমন মন্তব্য করা যাবে না।
• যেসব মন্তব্য স্প্যামিং বলে মনে হচ্ছে এবং একাধিক পোস্ট জুড়ে অভিন্ন মন্তব্য করলে সেগুলো মুছে ফেলা হবে।
• ঘৃণাত্মক, সহিংসতার প্ররোচনা দেয় অথবা ধর্মকে আক্রমণ করে এমন কোন মন্তব্য করা যাবে না।