vop-ad1

ভয়েস অব পটিয়াঃ পটিয়া সদরে যত্রতত্র পার্কিং এর কারণে মোড়ে মোড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে ঈদ মার্কেটে আসা নারী-পুরুষ ভোগান্তির শিকার হচ্ছেন।

যত্রতত্র গাড়ি পার্কিং এ পটিয়ায় মোড়ে মোড়ে তীব্র যানজট

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্ক: পটিয়া সদরে যত্রতত্র পার্কিং এর কারণে মোড়ে মোড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই যানজটের কবলে পড়ে ঈদ মার্কেটে আসা নারী-পুরুষ ভোগান্তির শিকার হচ্ছেন। 

থানার মোড়, ডাকবাংলোর মোড়, পোষ্ট অফিস, মুন্সেফ বাজার, উপজেলা গেইটের সম্মুখ, ইন্দ্রপুল ছাড়াও কামাল বাজার স্টেশন মসজিদের পাশে যানজটের কারণে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। মুন্সেফ বাজার এলাকায় পৌরসভার ডাস্টবিন পরিস্কারের গাড়ি দীর্ঘক্ষন অবস্থান করার কারণে কয়েক’শ গাড়ি দীর্ঘ লাইনে আটকা পড়ে। ফলে যানজট ছাড়াও ডাস্টবিনের দুর্গন্ধ পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। 

সরেজমিন ঘুরে দেখা গেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকার নারী-পুরুষ কেনাকাটা করতে পটিয়ার ঈদ মার্কেটে ছুটছেন। পটিয়া সদরের ঈদ মার্কেটগুলোতে পার্কিং এর কোন ব্যবস্থা না থাকায় কেনাকাটা করতে আসা লোকজনের গাড়ি রাস্তায় রাখতে হচ্ছে। ফলে এই যানজট দেখা দিয়েছে। 

পটিয়ার ট্রাফিক বিভাগের উদ্যোগে থানার মোড়, পোষ্ট অফিস মোড়, মুন্সেফ বাজার, ইউএনও অফিস সংলগ্নসহ বিভিন্ন এলাকায় ট্রাফিক দেওয়া হলেও যানজট নিরসন করা যাচ্ছে না। বিভিন্ন পথচারী উক্ত ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রতি বছর ঈদের মার্কেট এলাকায় যানজট লেগেই থাকে। কিন্তু প্রশাসনের কোন ব্যবস্থা লক্ষ্য করা যায় না। যার ফলে সিএনজি, রিক্সা, টেম্পু, পিকআপ, যাত্রীবাহী বাসসহ বিভিন্ন পরিবহন যত্রতত্র রাখার কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। ’

স্থানীয়দের অভিযোগ, পটিয়া থানার মোড়ে সিএনজি সমিতির ওয়াবিলের নামে টাকা আদায় করার কারণেও যানজট সৃষ্টি হচ্ছে। 

পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ চৌধুরী ভয়েস অব পটিয়া’কে বলেন, ‘যানজট নিরসন করতে পৌর সদরের বিভিন্ন স্থানে পুলিশ ও ট্রাফিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। মুসলিমরা কেনাকাটা ও ঈদ করে যাতে স্বাচ্ছন্দে ঘরে ফিরতে পারেন সে ব্যবস্থা নেয়া হয়েছে।’
Share To:

Voice of Patiya

জানাতে পারেন আপনার মন্তব্য :

0 comments so far,add yours

~ মন্তব্য নীতিমালা ~

• আমাদের প্ল্যাটফর্মে মন্তব্য, আলোচনা, সমালোচনা বজায় রাখার জন্য আমরা একটি নীতিমালা তৈরি করেছি। আমরা আশা করি যে, কোন মন্তব্য পোস্ট করার সময় আপনারা তার অনুসরণ করবেন। ভয়েস অব পটিয়া কর্তৃপক্ষ ভিজিটর কর্তৃক নির্দেশিকা লঙ্ঘন করে এমন মন্তব্যগুলো মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।

• জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ, চেহারা বা অক্ষমতার ভিত্তিতে কোনো ব্যক্তি, কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি আপত্তিকর বা আক্রমণ করে এমন ভাষায় মন্তব্য করা যাবে না।

• আলোচনার বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কোন মন্তব্য পোস্ট করা যাবে না। কিছু বিষয় বিস্তৃত হিসাবে গণ্য করা যেতে পারে, তবে আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে এমন কোনো বিষয় ভয়েস অব পটিয়া কর্তৃক অনুমোদন করা হবে না।

• কোনো পক্ষকে আইনি ঝামেলায় ফেলতে পারে এমন মন্তব্য করা যাবে না।

• বাণিজ্যিক প্রকৃতির কিংবা বিজ্ঞাপনীয় উপাদান/লিঙ্ক রয়েছে এমন মন্তব্য পোস্ট করা যাবে না।

• যেসব মন্তব্য স্প্যামিং বলে মনে হচ্ছে এবং একাধিক পোস্ট জুড়ে অভিন্ন মন্তব্য পোস্ট করছে সেগুলো মুছে ফেলা হবে।

• ঘৃণাত্মক, সহিংসতার প্ররোচনা দেয় অথবা ধর্মকে আক্রমণ করে এমন কোন মন্তব্য করা যাবে না।