vop-ad1

ভয়েস অব পটিয়াঃ ‘করোনা’ বায়ুবাহিত কোন রোগ নয় : বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা রিপোর্ট

করোনা; করোনা ভাইরাস; কোভিড; কোভিড১৯; স্যানিটাইজার; বিআইটিআইডি; আইইডিসিআর; স্বাস্থ্য অধিদপ্তর;  Corona; Corona Virus; Covid; Covid19; Sanitizer; BITID; IEDCR; Health Ministry; WHO
করোনা বায়ুর মাধ্যমে ছড়ায় না : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভয়েস অব পটিয়া-ইন্টারন্যাশনাল ডেস্কঃ ‘করোনা’ বায়ুবাহিত কোন রোগ নয়। মানুষের নিঃশ্বাস, হাঁচি-কাশিতেই এটি একজন থেকে অপরজনের দেহে সংক্রমিত হয়। যদিও এর আগে বলা হয়েছিল, বাতাসে এই জীবানু প্রায় ১১ ঘন্টা বেঁচে থাকতে পারে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সমীক্ষা বলছে, তিন ঘন্টার বেশি কোনও মতেই এই জীবানু বেঁচে থাকতে পারে না। এখনও পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৫ হাজারে। আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ লক্ষ।

বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি গবেষণা রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্টে তারা লিখেছেন, সারা বিশ্বের নিরিখেই তাঁরা এই গবেষণাটি চালিয়েছিলেন। স্পেন, ইতালি, চীন প্রভৃতি দেশে আক্রান্ত মানুষের উপর গবেষণা চালিয়ে কোনভাবেই তাঁরা এই রোগটি বায়ুবাহিত সেটার প্রমাণ পাননি। বায়ুর সাথে কোন রকম যোগসূত্রও খুঁজে পাননি। রিপোর্টে তারা জানিয়েছেন, খুব ক্লোজ কনটাক্ট থেকেই এই রোগ বেশি ছড়ায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টঃ-

তাই এই রোগের সংক্রমণ থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখুন। হাঁচি, কাশির সময় অবশ্যই মুখ ঢাকুন। একে অপরের সাথে যতটা সম্ভব কম কথা বলুন।

‘করোনা ভাইরাস’ সর্দি, জ্বরের সঙ্গে আঘাত হানে শ্বাসযন্ত্রে। যে কারণে তীব্র শ্বাসকষ্ট এই রোগের অন্যতম উপসর্গ। খাবারের বাটি বা হাতে কোনও পাত্র ধরা আছে এই অবস্থায় হাঁচি-কাশি দিবেন না। কারণ, ওই তখন ওই বাটি বা পাত্র থেকেও জীবাণু ছড়াতে পারে।
তাছাড়া ওই রিপোর্টে আরো বলা হয়েছে, করোনা ভাইরাসে সংক্রমণ আগের থেকে অনেকটাই কমে এসেছে ইতালিতে। তবে বিশ্বের পরিস্থিতি এখন খুবই কঠিন। সবচেয়ে বেশি করুণ অবস্থা ইউরোপের দেশগুলোতে। সেখানে মৃত্যুর সংখ্যাও সবচেয়ে বেশি।
Share To:

Voice of Patiya

জানাতে পারেন আপনার মন্তব্য :

0 comments so far,add yours

~ মন্তব্য নীতিমালা ~

😀 আমাদের পোর্টালে মন্তব্য, আলোচনা-সমালোচনা বজায় রাখার জন্য আমরা একটি নীতিমালা তৈরি করেছি। আমরা আশা করি, আপনারা তার যথাযথ অনুসরণ করে আপনাদের মন্তব্য প্রদান করবেন।

• ভয়েস অব পটিয়া কর্তৃপক্ষ ভিজিটর কর্তৃক নির্দেশিকা লঙ্ঘন করে এমন মন্তব্যগুলো মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।

• জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ, চেহারা ইত্যাদির ভিত্তিতে কোনো ব্যক্তি, কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি আপত্তিকর বা আক্রমণ করে এমন ভাষায় মন্তব্য করা যাবে না।

• আলোচনার বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কোন মন্তব্য করা যাবে না। কিছু বিষয় ব্যতিক্রমী হিসেবে গণ্য করা যেতে পারে, তবে আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে এমন কোনো বিষয় ভয়েস অব পটিয়া কর্তৃক অনুমোদন করা হবে না।

• বাণিজ্যিক প্রকৃতির কিংবা বিজ্ঞাপনীয় উপাদান/লিঙ্ক রয়েছে এমন মন্তব্য করা যাবে না।

• যেসব মন্তব্য স্প্যামিং বলে প্রতীয়মান হচ্ছে এবং একাধিক পোস্ট জুড়ে অভিন্ন মন্তব্য করলে সেগুলো মুছে ফেলা হবে।

• ঘৃণাত্মক, আক্রমণাত্মক, সহিংসতার প্ররোচনা দেয় এরকম কোন মন্তব্য করা যাবে না।

পরামর্শের জন্য মেইল contact@voiceofpatiya.com