"বিশ্ব স্বাস্থ্য সংস্থা" ক্যাটাগরীর সকল আর্টিকেল
বিশ্ব স্বাস্থ্য সংস্থা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
করোনার সংক্রমণ এড়াতে মন্ত্রীসভার ফের নির্দেশনা

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ এই শীতকালীন সময়ে দেশব্যাপী করোনার সংক্রমণ এড়াতে মুখে মাস্ক পড়া ও শারীরিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে ফের নির্দেশনা দিয়েছে মন্ত্রীসভা। 

আজ সোমবার (২১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার এক ভার্চুয়াল সভায় এ নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

ভার্চুয়াল এই সভায় গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের সম্মেলনকক্ষ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা অংশ নেন।

সভা শেষে এক ব্রিফিংয়ে মন্ত্রীপরিষদ সচিব বলেন, “‘কোভিড-১৯ করোনা’র সংক্রমণ এড়াতে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গৃহীত পদক্ষেপ ও কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রীসভার সদস্যদের অবহিত করা হয়েছে। করোনা ভাইরাস মহামারীর মধ্যে বাসার বাইরে চলাচলের ক্ষেত্রে সবার মাস্ক পরা বাধ্যতামূলক করে সরকার। 
এ নির্দেশনা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অমান্যকারীদের জেল-জরিমানা করা হচ্ছে। বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে ‘No Mask, No Service’ ব্যাপকভাবে স্থানীয় সরকারের মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। গ্রামাঞ্চলে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য সচেতন ব্যক্তিকে এ কাজে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্বব্যাপী করোনার সংক্রমণের উর্ধ্বগামীতায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সংক্রমণ এড়াতে আমাদের আরও কঠোর পদক্ষেপ নিতে হবে যাতে যথাসম্ভব সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়। 
এছাড়া মাস্কের ব্যবহারের কথা বার বার আলোচনায় আসছে। মাস্ক পড়া ছাড়া যাতে কেউ সেবা না পায় তা নিশ্চিত করতে হবে। এটি বাস্তবায়নে যথোপযুক্ত পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগকে।”
বাংলাদেশের উদ্ভাবিত ‘করোনা’র ভ্যাকসিন কিনবে নেপাল
বাংলাদেশের উদ্ভাবিত ‘করোনা’র ভ্যাকসিন কিনবে নেপাল

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ বাংলাদেশী ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালসের অঙ্গপ্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের উদ্ভাবিত ‘কোভিড-১৯ করোনা’ ভাইরাসের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে নেপাল। 

আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে গ্লোব ফার্মাসিউটিক্যালসের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নেপালের রাষ্ট্রদূত বংশীধর মিশ্র বলেন, ‘একজন চিকিৎসক হিসেবে গ্লোব বায়োটেকের তৈরি করা 'ব্যানকোভিড' ভ্যাকসিন সম্পর্কে বিস্তারিত জেনেছেন তিনি। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য এই ভ্যাকসিনটি নিতে আগ্রহী নেপাল সরকার। ট্রায়াল সফল হলে জি টু জি পদ্ধতিতেও আমরা ভ্যাকসিনটি নিতে পারব।’ 

গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ সংবাদ সম্মেলনে বলেন, ‘মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের আগেই দুই মিলিয়ন ডোজ ‘BANCOVID’ কেনার জন্য নেপালের আনমোল গ্রুপের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়া আরও কয়েকটি দেশ থেকেও প্রায় বিশ মিলিয়ন ডোজের অর্ডার এসেছে। বাংলাদেশের চাহিদা পূরণ করেই এই ভ্যাকসিন আমরা বাইরে সরবরাহ করব।’ 

উল্লেখ্য, বিশ্বের অন্যান্য দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মত ‘কোভিড ১৯ করোনা ভাইরাসের’ ভ্যাকসিন আবিষ্কারের দৌঁড়ে গ্লোব বায়োটেক লিমিটেড একমাত্র বাংলাদেশি কোম্পানি। যারা ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ ভ্যাকসিন ট্রায়াল ক্যান্ডিডেট তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। সম্প্রতি সারা বিশ্বে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির যেসব কাজ হচ্ছে সেগুলো পর্যবেক্ষণ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এর মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে রয়েছে এমন ৪২ টি ভ্যাকসিনের একটি তালিকা এবং প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালে থাকা ১৫৬ টি ভ্যাকসিনের আরেকটি তালিকা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই তালিকায় বাংলাদেশের গ্লোব বায়োটেকের তিনটি ভ্যাকসিনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
করোনা; করোনা ভাইরাস; কোভিড; কোভিড১৯; স্যানিটাইজার; বিআইটিআইডি; আইইডিসিআর; স্বাস্থ্য অধিদপ্তর;  Corona; Corona Virus; Covid; Covid19; Sanitizer; BITID; IEDCR; Health Ministry; WHO
করোনা বায়ুর মাধ্যমে ছড়ায় না : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভয়েস অব পটিয়া-ইন্টারন্যাশনাল ডেস্কঃ ‘করোনা’ বায়ুবাহিত কোন রোগ নয়। মানুষের নিঃশ্বাস, হাঁচি-কাশিতেই এটি একজন থেকে অপরজনের দেহে সংক্রমিত হয়। যদিও এর আগে বলা হয়েছিল, বাতাসে এই জীবানু প্রায় ১১ ঘন্টা বেঁচে থাকতে পারে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সমীক্ষা বলছে, তিন ঘন্টার বেশি কোনও মতেই এই জীবানু বেঁচে থাকতে পারে না। এখনও পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৫ হাজারে। আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ লক্ষ।

বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি গবেষণা রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্টে তারা লিখেছেন, সারা বিশ্বের নিরিখেই তাঁরা এই গবেষণাটি চালিয়েছিলেন। স্পেন, ইতালি, চীন প্রভৃতি দেশে আক্রান্ত মানুষের উপর গবেষণা চালিয়ে কোনভাবেই তাঁরা এই রোগটি বায়ুবাহিত সেটার প্রমাণ পাননি। বায়ুর সাথে কোন রকম যোগসূত্রও খুঁজে পাননি। রিপোর্টে তারা জানিয়েছেন, খুব ক্লোজ কনটাক্ট থেকেই এই রোগ বেশি ছড়ায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টঃ-

তাই এই রোগের সংক্রমণ থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখুন। হাঁচি, কাশির সময় অবশ্যই মুখ ঢাকুন। একে অপরের সাথে যতটা সম্ভব কম কথা বলুন।

‘করোনা ভাইরাস’ সর্দি, জ্বরের সঙ্গে আঘাত হানে শ্বাসযন্ত্রে। যে কারণে তীব্র শ্বাসকষ্ট এই রোগের অন্যতম উপসর্গ। খাবারের বাটি বা হাতে কোনও পাত্র ধরা আছে এই অবস্থায় হাঁচি-কাশি দিবেন না। কারণ, ওই তখন ওই বাটি বা পাত্র থেকেও জীবাণু ছড়াতে পারে।
তাছাড়া ওই রিপোর্টে আরো বলা হয়েছে, করোনা ভাইরাসে সংক্রমণ আগের থেকে অনেকটাই কমে এসেছে ইতালিতে। তবে বিশ্বের পরিস্থিতি এখন খুবই কঠিন। সবচেয়ে বেশি করুণ অবস্থা ইউরোপের দেশগুলোতে। সেখানে মৃত্যুর সংখ্যাও সবচেয়ে বেশি।