vop-ad1

ভয়েস অব পটিয়াঃ পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়া দু’দিন ব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা’র উদ্বোধন


পটিয়ায় দু'দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন; পটিয়া; চট্টগ্রাম; পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়; Patiya; Chittagong; Patiya Model High School
পটিয়ায় দু'দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্ক: পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়া দু’দিন ব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা’র মঙ্গলবার দুপুরে উদ্বোধন করা হয়েছে। 

ডিজিটাল উদ্ভাবনী মেলার প্রথম দিন দর্শনার্থী ও শিক্ষার্থীদের নজর কেড়েছে পটিয়া সরকারী কলেজের সাত শিক্ষার্থীর তৈরি করা ‘একটি সুপরিকল্পিত ও আদর্শ শহর’ প্রজেক্টটি। পটিয়া সরকারী কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে তৈরি করা এ প্রজেক্টটি ভবিষ্যতে সুন্দর নগর তৈরিতে কাজে লাগতে পারে বলে আশা প্রকাশ করেছেন মেলায় আশা দর্শনার্থী ও শিক্ষার্থীরা।
আয়োজক সূত্রে জানা যায়, উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্কুল, কলেজ, পটিয়া পৌরসভা, উপজেলা প্রশাসন সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সমন্বয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জিডিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পটিয়া আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার রোকেয়া পারভিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী টিপু।

উক্ত মেলায় অংশগ্রহণ করে পটিয়া সরকারী কলেজ, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়, এনজিও সংস্থা নওজোয়ান, সূর্যের হাসি ক্লিনিক, লাভ দ্যা চিলড্রেন, ঘাসফুল, ইলমা, চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়, দক্ষিণ ভূর্ষি উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন কৃষি উচ্চ বিদ্যালয়, মনসা স্কুল এন্ড কলেজ, খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়, আবদুর রহমান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, কোয়ান্টাম ফাউন্ডেশন, ইসলামী ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, কৃষি ব্যাংক, পটিয়া হামীম আইটি সোর্স, পটিয়া পৌরসভা, পটিয়া উপজেলা প্রশাসন, ইউনিয়ন ডিজিটাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লাখেরা উচ্চ বিদ্যালয়, রেঁনেসা কম্পিউটার। 

মেলায় দেখতে আশা আবদুস সোবহান রাহাত উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাত হোসেন বলেন, ‘প্রদর্শিত স্টল গুলোর মধ্যে পটিয়া সরকারী কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে একটি সুপরিকল্পিত ও আদর্শ শহর প্রজেক্টটিই ভালো লেগেছে।’
পটিয়া সরকারী কলেজের শিক্ষার্থী ও একটি সুপরিকল্পিত ও আদর্শ শহর প্রজেক্টের দলনেতা এমএ কে ইসলাম বলেন, ‘আমরা সাত বন্ধু কেএম জুনায়েদ, সাফাউজ্জামান চয়ন, শাহরিয়ার রশিদ, নেওয়াজ কাদের খান, সৌমিক বড়ুয়া আপন, শাহরিয়ার আকবর এ প্রজেক্টটি তৈরি করেছি। ভবিষ্যত ভাবনাকে কাজে লাগাতে মূলত আমাদের এ প্রচেষ্টা। এ মেলায় প্রদর্শনীর মাধ্যমে প্রজেক্টটির বিস্তৃতি ঘটবে বলে তারা আশাবাদী বলে জানান।’

ডিজিটাল উদ্ভাবনী মেলায় চাঁদা বাণিজ্যের অভিযোগঃ 
এদিকে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে ৩শ টাকা হারে চাঁদা বাণিজ্যের অভিযোগ তুলেছে কয়েকটি স্কুলের প্রধান শিক্ষকরা। 
তারা জানান, ‘নিয়ম বহির্ভূত ভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় হতে জানানো হয়েছে মেলা উপলক্ষে তিনশ টাকা করে প্রত্যক স্কুলকে দিতে হবে ‘
এ ব্যাপারে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি পটিয়া উপজেলার সভাপতি ও পিঙ্গলা নবীন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম বখতেয়ারুল হক ভয়েস অব পটিয়া’কে বলেন, ‘এর আগেও বৈশাখী মেলার জন্য বিভিন্ন স্কুল থেকে টাকা নেয়া হয়েছিল। এবারও মেলার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশে সহকারী শিক্ষা কর্মকর্তারা স্কুলে স্কুলে ডিজিটাল মেলার জন্য তিনশ টাকা করে চাঁদা দেয়ার ব্যাপারে তাগিদ দেন। পরবর্তীতে শিক্ষকদের মাঝে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়ায় শিক্ষকরা এখনো পর্যন্ত টাকা দেয়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে পারেননি। তবে সরকারী কোন নিয়ম ছাড়াই এ টাকা নিচ্ছে বলে তিনি অভিযোগ করেন তিনি।’
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহের বিল্লাহ ভয়েস অব পটিয়া’কে বলেন, ‘প্রথমে প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে টাকা নেয়ার আলোচনা হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। মেলা উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে কোন ধরনের টাকা নেয়া হয়নি এবং হবেও না।’
Share To:

Voice of Patiya

জানাতে পারেন আপনার মন্তব্য :

0 comments so far,add yours

~ মন্তব্য নীতিমালা ~

• আমাদের প্ল্যাটফর্মে মন্তব্য, আলোচনা, সমালোচনা বজায় রাখার জন্য আমরা একটি নীতিমালা তৈরি করেছি। আমরা আশা করি যে, কোন মন্তব্য পোস্ট করার সময় আপনারা তার অনুসরণ করবেন। ভয়েস অব পটিয়া কর্তৃপক্ষ ভিজিটর কর্তৃক নির্দেশিকা লঙ্ঘন করে এমন মন্তব্যগুলো মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।

• জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ, চেহারা বা অক্ষমতার ভিত্তিতে কোনো ব্যক্তি, কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি আপত্তিকর বা আক্রমণ করে এমন ভাষায় মন্তব্য করা যাবে না।

• আলোচনার বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কোন মন্তব্য পোস্ট করা যাবে না। কিছু বিষয় বিস্তৃত হিসাবে গণ্য করা যেতে পারে, তবে আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে এমন কোনো বিষয় ভয়েস অব পটিয়া কর্তৃক অনুমোদন করা হবে না।

• কোনো পক্ষকে আইনি ঝামেলায় ফেলতে পারে এমন মন্তব্য করা যাবে না।

• বাণিজ্যিক প্রকৃতির কিংবা বিজ্ঞাপনীয় উপাদান/লিঙ্ক রয়েছে এমন মন্তব্য পোস্ট করা যাবে না।

• যেসব মন্তব্য স্প্যামিং বলে মনে হচ্ছে এবং একাধিক পোস্ট জুড়ে অভিন্ন মন্তব্য পোস্ট করছে সেগুলো মুছে ফেলা হবে।

• ঘৃণাত্মক, সহিংসতার প্ররোচনা দেয় অথবা ধর্মকে আক্রমণ করে এমন কোন মন্তব্য করা যাবে না।