vop-ad1

ভয়েস অব পটিয়াঃ মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধে কুমিল্লায় দেয়া বক্তব্য চট্টগ্রামে এসে অস্বীকার করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের!

মহাসড়কে সিএনজি অটোরিক্সা চলাচল সম্পর্কে দেওয়া বক্তব্য অস্বীকার করলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের!; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
মহাসড়কে সিএনজি অটোরিক্সা চলাচল সম্পর্কে দেওয়া বক্তব্য অস্বীকার করলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের!

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধে যুদ্ধ ঘোষণাকারী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার বিকেলে কুমিল্লায় ‘মন্ত্রীত্ব’ প্রসঙ্গে দেয়া বক্তব্য বুধবার সকালে চট্টগ্রামে এসে অস্বীকার করেছেন!

মঙ্গলবার তিনি বলেছিলেন, ‘আমার মন্ত্রীত্ব গেলেও আমি মহাসড়কে তিন চাকার যান চলাচল করতে দেব না। মানুষকে বাঁচানোর স্বার্থে আমি কাজ করছি।’

গতকাল কুমিল্লা বিশ্বরোড পদুয়ার বাজারে তার দেয়া বক্তব্যকে অস্বীকার করেছেন ওবায়দুল কাদের। এ প্রসঙ্গে চট্টগ্রামে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকরা তার দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী তা সম্পূর্ণভাবে অস্বীকার করে উত্তেজিত হয়ে যান।
এর ব্যাখা দিয়ে তিনি বলেন, ‘আমি পদুয়ার বাজারে মন্ত্রীত্ব গেলেও মহাসড়কে তিন চাকার যান চলতে দেব না, কথাটি নিউজের জন্য বলিনি। এটি সাংবাদিকদের সাথে ব্যক্তিগত আলাপচারিতায় বলেছি মাত্র।’

বুধবার দুপুরে চট্টগ্রামের একটি অভিজাত রেস্টুরেন্টে চট্টগ্রাম আবাহনী লিমিটেড আয়োজিত বঙ্গবন্ধুপুত্র শেখ কামালের ৬৬ তম জন্মবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপের পর দুর্ঘটনা অনেক কমে গেছে বলে দাবি করে তিনি বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রাণহানি রোধে যে ব্যবস্থা নেয়া হয়েছে তা বহাল থাকবে। এই সিদ্ধান্তের পক্ষে জনমত প্রবল হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে কোন আপোষ করা হবে না।’

প্রধানমন্ত্রীর নির্দেশে আগামীতে চার লেনের যেসব রাস্তা হবে সব রাস্তায় তিন চাকার যানবাহন চলাচলের জন্য বাইপাসের ব্যবস্থা রাখা হবে বলে সাংবাদিকদের জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘দেশে কর্ণফুলী টানেল হচ্ছে, মেট্রোরেল হচ্ছে, মহাসড়কগুলো সম্প্রসারণ হচ্ছে। দেশের কোথাও কোন রাস্তা খারাপ নেই। দেশে এত উন্নয়নের পরও দুর্ঘটনা কমছিল না। কারণ পরিবহনে শৃঙ্খলা না আসলে সব স্বপ্ন দুর্ঘটনায় পতিত হবে। তাই প্রধানমন্ত্রী প্রাণহানি বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। সবার সঙ্গে আলোচনা করে মহাসড়কে অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’

তিনি আরো বলেন, ‘অনেকে বলছেন মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ হওয়ায় অনেকের জীবিকা বন্ধ হয়েছে। আগে জীবন পরে জীবিকা। যেখানে জীবন থাকে না সেখানে কীসের মানবতা? মানবিকতা পরে আগে মানুষকে বাঁচাতে হবে। এই সিদ্ধান্তের ফলে সিএনজি অটো রিকশা চালকদের জীবনও বেঁচে যাচ্ছে।’
সিদ্ধান্তের প্রতি যুক্তি দিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘দেশে সাড়ে ২১ হাজার কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে মাত্র সাড়ে ৩ হাজার ৫৭০ কিলোমিটার মহাসড়কে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। শহরে ও জেলাগুলোতে এসব গাড়ী চলেত পারবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, পটিয়ার সাংসদ ও চট্টগ্রাম আবাহনী লিমিটেডের মহাসচিব সামশুল হক চৌধুরী, আবাহনী ফুটবল কমিটির সভাপতি তরফদার রুহুল আমিন প্রমুখ।
Share To:

Voice of Patiya

জানাতে পারেন আপনার মন্তব্য :

0 comments so far,add yours

~ মন্তব্য নীতিমালা ~

• আমাদের প্ল্যাটফর্মে মন্তব্য, আলোচনা, সমালোচনা বজায় রাখার জন্য আমরা একটি নীতিমালা তৈরি করেছি। আমরা আশা করি যে, কোন মন্তব্য পোস্ট করার সময় আপনারা তার অনুসরণ করবেন। ভয়েস অব পটিয়া কর্তৃপক্ষ ভিজিটর কর্তৃক নির্দেশিকা লঙ্ঘন করে এমন মন্তব্যগুলো মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।

• জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ, চেহারা বা অক্ষমতার ভিত্তিতে কোনো ব্যক্তি, কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি আপত্তিকর বা আক্রমণ করে এমন ভাষায় মন্তব্য করা যাবে না।

• আলোচনার বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কোন মন্তব্য পোস্ট করা যাবে না। কিছু বিষয় বিস্তৃত হিসাবে গণ্য করা যেতে পারে, তবে আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে এমন কোনো বিষয় ভয়েস অব পটিয়া কর্তৃক অনুমোদন করা হবে না।

• কোনো পক্ষকে আইনি ঝামেলায় ফেলতে পারে এমন মন্তব্য করা যাবে না।

• বাণিজ্যিক প্রকৃতির কিংবা বিজ্ঞাপনীয় উপাদান/লিঙ্ক রয়েছে এমন মন্তব্য পোস্ট করা যাবে না।

• যেসব মন্তব্য স্প্যামিং বলে মনে হচ্ছে এবং একাধিক পোস্ট জুড়ে অভিন্ন মন্তব্য পোস্ট করছে সেগুলো মুছে ফেলা হবে।

• ঘৃণাত্মক, সহিংসতার প্ররোচনা দেয় অথবা ধর্মকে আক্রমণ করে এমন কোন মন্তব্য করা যাবে না।