
ভয়েস অব পটিয়াঃ পটিয়ায় মেয়াদোত্তীর্ণ, ভেজাল পণ্য বিক্রয় ও পণ্যের মূল্য তালিকা না টাঙানোর দায়ে ৫০,০০০/- টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
পটিয়ায় মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রয় করার দায়ে জরিমানা |
ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ পটিয়ায় মেয়াদোত্তীর্ণ, ভেজাল পণ্য বিক্রয় ও পণ্যের মূল্য তালিকা না টাঙানোর দায়ে কয়েকজন দোকানীকে ৫০,০০০/- টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া পৌর সদরের কামাল বাজারে সহকারী কমিশনার (ভূমি) সাব্বির রহমান সানির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে মেয়াদোত্তীর্ণ তীর, ওকে, সান ব্র্যান্ডের সয়াবিন তেল, ভেজাল ঘি, আচার ইত্যাদি বিক্রয় ও মূল্যতালিকা না টাঙানোর দায়ে বিসমিল্লাহ ষ্টোরকে ২০,০০০/- টাকা, দেলোয়ার ষ্টোরকে ১০,০০০/- টাকা ও বাদল ষ্টোরকে ৫,০০০/- টাকা সহ মোট ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) সাব্বির রহমান সানি জানান, দুপুরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অনেক দোকানী দোকান বন্ধ করে সটকে পড়েন। ব্যবসায়ীরা ২০১৭ সালে মেয়াদোত্তীর্ণ হয়েছে এমন পণ্যও দোকানে রেখেছেন। আবার ট্যাংকের নকল টাংক নাম দিয়েও পণ্য বিক্রয়ের জন্য পসরা সাজিয়েছে, যা মানব দেহের খুবই ক্ষতিকর। তাদেরকে মূল্য তালিকা টাঙানোর পাশাপাশি ভেজাল পণ্য বিক্রি না করতে সর্তক করা হয়েছে। এরপরেও ব্যবসায়ীরা সঠিক পথে না আসলে ভোক্তা অধিকার আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
জানাতে পারেন আপনার মন্তব্য :
0 comments so far,add yours
~ মন্তব্য নীতিমালা ~
😀 আমাদের পোর্টালে মন্তব্য, আলোচনা, সমালোচনা বজায় রাখার জন্য আমরা একটি নীতিমালা তৈরি করেছি। আমরা আশা করি, কোন মন্তব্য পোস্ট করার সময় আপনারা তার অনুসরণ করবেন।
• ভয়েস অব পটিয়া কর্তৃপক্ষ ভিজিটর কর্তৃক নির্দেশিকা লঙ্ঘন করে এমন মন্তব্যগুলো মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।
• জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ, চেহারা বা অক্ষমতার ভিত্তিতে কোনো ব্যক্তি, কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি আপত্তিকর বা আক্রমণ করে এমন ভাষায় মন্তব্য করা যাবে না।
• আলোচনার বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কোন মন্তব্য করা যাবে না। কিছু বিষয় ব্যতিক্রমী হিসেবে গণ্য করা যেতে পারে, তবে আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে এমন কোনো বিষয় ভয়েস অব পটিয়া কর্তৃক অনুমোদন করা হবে না।
• কোনো পক্ষকে আইনি ঝামেলায় ফেলতে পারে এমন মন্তব্য করা যাবে না।
• বাণিজ্যিক প্রকৃতির কিংবা বিজ্ঞাপনীয় উপাদান/লিঙ্ক রয়েছে এমন মন্তব্য করা যাবে না।
• যেসব মন্তব্য স্প্যামিং বলে মনে হচ্ছে এবং একাধিক পোস্ট জুড়ে অভিন্ন মন্তব্য করলে সেগুলো মুছে ফেলা হবে।
• ঘৃণাত্মক, সহিংসতার প্ররোচনা দেয় অথবা ধর্মকে আক্রমণ করে এমন কোন মন্তব্য করা যাবে না।