ভয়েস অব পটিয়াঃ পবিত্র হজ্বে আরাফার দিনে মক্কায় ৫০৬১ টেরাবাইট ইন্টারনেট, ৪.২২ কোটি ভয়েস কলের ব্যবহার হয়েছে।
আরাফার দিনে মক্কায় ৫০৬১ টেরাবাইট ইন্টারনেট ডাটা, ৪.২২ কোটি ভয়েস কলের ব্যবহার |
ভয়েস অব পটিয়া-ইন্টারন্যাশনাল ডেস্কঃ পবিত্র হজ্বে আরাফার দিনে সৌদি আরবের মক্কাসহ পবিত্র স্থানগুলোর টেলিযোগাযোগ পরিসংখ্যান প্রকাশ করেছে দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সিএসটি।
সিএসটির হিসাব অনুযায়ী, আরাফার দিনে মক্কায় মোট ভয়েস কল হয়েছে ৪.২২ কোটি। এর মধ্যে স্থানীয় কলের সংখ্যা ৩.৬৩ কোটি এবং আন্তর্জাতিক কলের সংখ্যা ৫৯ লক্ষ। ভয়েস কলের সাফল্যের হার ৯৯%।
পরিসংখ্যান বলছে, এদিন মোট ইন্টারনেট ডাটা ব্যবহার হয়েছে ৫.৬১ হাজার টেরাবাইট—যা উচ্চ মানের (১০৮০পি) ২.৩ মিলিয়ন ঘণ্টার ভিডিও ক্লিপ দেখার সমান। জানিয়েছে সৌদি আরবের সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেটের।
জানাতে পারেন আপনার মন্তব্য :
0 comments so far,add yours
~ মন্তব্য নীতিমালা ~
• আমাদের প্ল্যাটফর্মে মন্তব্য, আলোচনা, সমালোচনা বজায় রাখার জন্য আমরা একটি নীতিমালা তৈরি করেছি। আমরা আশা করি যে, কোন মন্তব্য পোস্ট করার সময় আপনারা তার অনুসরণ করবেন। ভয়েস অব পটিয়া কর্তৃপক্ষ ভিজিটর কর্তৃক নির্দেশিকা লঙ্ঘন করে এমন মন্তব্যগুলো মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।
• জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ, চেহারা বা অক্ষমতার ভিত্তিতে কোনো ব্যক্তি, কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি আপত্তিকর বা আক্রমণ করে এমন ভাষায় মন্তব্য করা যাবে না।
• আলোচনার বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কোন মন্তব্য পোস্ট করা যাবে না। কিছু বিষয় বিস্তৃত হিসাবে গণ্য করা যেতে পারে, তবে আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে এমন কোনো বিষয় ভয়েস অব পটিয়া কর্তৃক অনুমোদন করা হবে না।
• কোনো পক্ষকে আইনি ঝামেলায় ফেলতে পারে এমন মন্তব্য করা যাবে না।
• বাণিজ্যিক প্রকৃতির কিংবা বিজ্ঞাপনীয় উপাদান/লিঙ্ক রয়েছে এমন মন্তব্য পোস্ট করা যাবে না।
• যেসব মন্তব্য স্প্যামিং বলে মনে হচ্ছে এবং একাধিক পোস্ট জুড়ে অভিন্ন মন্তব্য পোস্ট করছে সেগুলো মুছে ফেলা হবে।
• ঘৃণাত্মক, সহিংসতার প্ররোচনা দেয় অথবা ধর্মকে আক্রমণ করে এমন কোন মন্তব্য করা যাবে না।