"ইসলাম" ক্যাটাগরীর সকল আর্টিকেল
ইসলাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চাঁদ দেখা গেছে, রমযানুল মুবারক; ramadan; mubarak; ramadan kareem
চাঁদ দেখা গেছে, রমযানুল মুবারক

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ বাংলাদেশের আকাশে পবিত্র রমযান মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার (১২ মার্চ) থেকে শুরু হচ্ছে রমযান। 

আজ সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় রমযানের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। 

সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী ও কমিটির সভাপতি মোঃ ফরিদুল হক খান জানান, ‘চট্টগ্রামের আকাশে রমযান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে রোযা শুরু হবে।’
চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ; ঈদ উল ফিতর; রমযান; শাওয়াল; Eid; Eid Al Fitr; Ramadan; Shawwal
চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ঈদ মুবারক। আগামীকাল শনিবার (২২ এপ্রিল) দেশব্যাপী মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।

আজ শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে  জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।

সভায় ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরী ১৪৪৪ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল শনিবার শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।
শিশু-বয়স্ক-অসুস্থদের মসজিদে যাওয়া নিষেধ, মাস্ক না পরলে শাস্তি; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram; সংবাদ; সারাদেশ; ঢাকা; করোনা; করোনা ভাইরাস; Covid, Covid 19; Corona
শিশু-বয়স্ক-অসুস্থদের মসজিদে যাওয়া নিষেধ, মাস্ক না পরলে শাস্তি

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ করােনা ভাইরাস প্রাদুর্ভাবজনিত কারণে সারাদেশে করােনায় আক্রান্তের হার দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ায় বর্তমান পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য সেবা বিভাগের সুপারিশে কতিপয় বিধি-নিষেধ আরােপ করে নির্দেশনা জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
তৎপ্রেক্ষিতে দেশের বর্তমান প্রেক্ষাপটে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান এবং মসজিদসমূহে জামায়াতের নামাজের জন্য আবশ্যিকভাবে নিম্নবর্ণিত শর্তসমূহ পালনের জন্য অনুরােধ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
 
১. মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধােয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে এবং আগত মুসল্লীদের কে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।

২. প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওযু করে, সুন্নাত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।

৩. মসজিদে কার্পেট বিছানাে যাবে না। পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবানুনাশক দ্বারা পরিস্কার করতে হবে, মুসল্লীগণ প্রত্যেককে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে হবে।

৪. কাতারে নামাজে দাঁড়ানাের ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। 

৫. শিশু, বয়বৃদ্ধ, যে কোন অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়ােজিত ব্যক্তি জামায়াতে অংশগ্রহণ করা হতে বিরত থাকবে।

৬. সংক্রমণ রােধ নিশ্চিতকল্পে মসজিদের ওযুখানায় সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।

৭. সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিতকল্পে, মন্ত্রিপরিষদ বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।

৮. করােনা ভাইরাস মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য নামাজ শেষে মহান রাব্বল আলামিনের দরবারে খতিব, ইমাম ও মুসল্লীগণ দোয়া করবেন এবং 

৯. সম্মানিত খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি বিষয়গুলাে বাস্তবায়ন নিশ্চিত করবেন।

এ সংক্রান্ত নির্দেশনা
 
ভোলায় মহানবী (সাঃ) এর অবমাননা ও তৌহিদি জনতার উপর গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে পটিয়ায় বিক্ষোভ; ভয়েস অব পটিয়া; পটিয়া; চট্টগ্রাম দক্ষিণ জেলা; চট্টগ্রাম; চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক; ইন্দ্রপুল লবণ শিল্প, পটিয়া লবণ শিল্প, পটিয়া বাইপাস, চাঁনখালী খাল, কক্সবাজার; শ্রীমাই খাল; শ্রীমতি খাল; Voice of Patiya; ভোলা; বোরহানউদ্দিন; বরিশাল
ভোলায় মহানবী (সাঃ) এর অবমাননা ও তৌহিদি জনতার উপর গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে পটিয়ায় বিক্ষোভ

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ ভোলায় হিন্দু ধর্মালম্বী এক যুবকের ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর অবমাননা ও তৌহিদি জনতার বিক্ষোভ মিছিলে পুলিশের গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে সারাদেশের ন্যায় পটিয়ায়ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সোমবার (২২ অক্টোবর) পটিয়ার সর্বস্তরের তৌহিদি জনতার অংশগ্রহণে এক বিশাল মিছিল পটিয়া সদরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

এ সময় পটিয়া থানার মোড়স্থ হিন্দু ধর্মালম্বীদের উপাসনালয় গৌরাঙ্গ নিকেতন ও মুন্সেফ বাজার কালী বাড়ি মন্দিরের নিরাপত্তা দেয় মাদ্রাসা ছাত্ররা।

পটিয়া মুন্সেফ বাজারস্থ হিন্দু ধর্মালম্বীদের উপাসনালয় কালী বাড়ি মন্দিরের নিরাপত্তায় মাদ্রাসা ছাত্ররা
পটিয়া থানার মোড়স্থ হিন্দু ধর্মালম্বীদের উপাসনালয় গৌরাঙ্গ নিকেতনের নিরাপত্তায় মাদ্রাসা ছাত্ররা

উল্লেখ্য, শনিবার (১৯ অক্টোবর) ভোলার বোরহানউদ্দিন এলাকার বিকাশ চন্দ্র শুভ নামে হিন্দু ধর্মালম্বী এক যুবক নিজ ফেসবুক আইডি থেকে কয়েকজনের সঙ্গে মেসেঞ্জারে আল্লাহ-রাসূল (সাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে ইসলাম ধর্মের অবমাননা করে। এক পর্যায়ে ওই মন্তব্যের স্ক্রিনশট নিয়ে কয়েকজন এ অবমাননার প্রতিবাদ করে। পরবর্তীতে বিষয়টি নিয়ে ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে।

এ অবস্থায় অবমাননাকারী বিপ্লব চন্দ্র শুভ তার আইডি হ্যাক হয়েছে মর্মে থানায় এসে জিডি করতে আসলে পুলিশ বিষয়টি তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় রাখে। ওই ঘটনার প্রতিবাদে রোববার (২০ অক্টোবর) ভোলার বোরহানউদ্দিন হাইস্কুল মাঠে তৌহিদি জনতা এক বিক্ষোভ সমাবেশের ডাক দেয়।

স্থানীয় সূত্র জানায়, ফেসবুকে মহানবীকে (সাঃ) নিয়ে কটুক্তি করার প্রতিবাদে রোববার বেলা ১১টায় বোরহানউদ্দিন হাইস্কুল মাঠে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে অংশ নিতে উপজেলার প্রত্যেক ইউনিয়ন থেকে কয়েক হাজার লোক একত্রিত হয়ে ‘নবী অবমাননা’ ও ‘আল্লাহকে নিয়ে কটুক্তিকারীর ফাঁসি চাই’- স্লোগান দিয়ে সমাবেশস্থলে আসেন। কিন্তু সমাবেশ শুরুর আগেই তা শেষ করতে তাগাদা দেয় পুলিশ। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। বিক্ষোভ সমাবেশে পুলিশ বাধা দেয়। বাধা দেয়ার এক পর্যায়ে পুলিশের সাথে তৌহিদি জনতার সংঘর্ষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায়, এতে ৪ জন নিহত সহ আহত হয় শতাধিক।