আরাফার দিনে মক্কায় ৫০৬১ টেরাবাইট ইন্টারনেট ডাটা, ৪.২২ কোটি ভয়েস কলের ব্যবহার |
ভয়েস অব পটিয়া-ইন্টারন্যাশনাল ডেস্কঃ পবিত্র হজ্বে আরাফার দিনে সৌদি আরবের মক্কাসহ পবিত্র স্থানগুলোর টেলিযোগাযোগ পরিসংখ্যান প্রকাশ করেছে দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সিএসটি।
সিএসটির হিসাব অনুযায়ী, আরাফার দিনে মক্কায় মোট ভয়েস কল হয়েছে ৪.২২ কোটি। এর মধ্যে স্থানীয় কলের সংখ্যা ৩.৬৩ কোটি এবং আন্তর্জাতিক কলের সংখ্যা ৫৯ লক্ষ। ভয়েস কলের সাফল্যের হার ৯৯%।
পরিসংখ্যান বলছে, এদিন মোট ইন্টারনেট ডাটা ব্যবহার হয়েছে ৫.৬১ হাজার টেরাবাইট—যা উচ্চ মানের (১০৮০পি) ২.৩ মিলিয়ন ঘণ্টার ভিডিও ক্লিপ দেখার সমান। জানিয়েছে সৌদি আরবের সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেটের।