"ভোটার" ক্যাটাগরীর সকল আর্টিকেল
ভোটার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দেশে মোট ভোটার ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram; ঢাকা; Dhaka; নির্বাচন কমিশন; Election Commission, ভোটার, Voter
ভোটার তালিকা হালনাগাদ - নির্বাচন কমিশন ভবন

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদের পর দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জনে। এবার হালনাগাদে নতুন ভোটারের সংখ্যা বেড়েছে ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন। 
আজ মঙ্গলবার (০২ মার্চ) এ সংক্রান্ত চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

এতে মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার ৫ জন। নারী ভোটার ৫ কোটি ৫১ লাখ ২২ হাজার ২২৩ জন। আর তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ৪৪১ জন। এবার হালনাগাদে মৃত্যুজনিত কারণে কর্তন করা হয়েছে ১৬ হাজার ৪৯৯ জনের নাম। তালিকায় নতুন ভোটার হয়েছেন ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন। 

এদিকে আজ ‘জাতীয় ভোটার দিবস’ পালন করছে নির্বাচন কমিশন। এবারের প্রতিপাদ্য ‘বয়স যদি আঠার হয়, ভোটার হতে দেরী নয়’।
ভোটার তালিকার হালনাগাদ শুরু ২৩ এপ্রিল; পটিয়া; চট্টগ্রাম; ঢাকা; ভোটার তালিকা; নির্বাচন; জাতীয় পরিচয়পত্র; এনআইডি; Patiya; Chittagong; Chattogram; Dhaka; Election; Voter List; National Identity Card; NID
ভোটার তালিকার হালনাগাদ শুরু ২৩ এপ্রিল

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ আগামী ২৩ এপ্রিল হতে সারাদেশে ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের এই কার্যক্রম চলবে আগামী ১৩ মে পর্যন্ত। সোমবার (৮ এপ্রিল) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত কমিশনের ৪৭তম সভায় এ সিদ্ধান্ত হয়। 

কমিশন সূত্রে জানা যায়, যাদের জন্ম ২০০১ সালের ১ জানুয়ারি বা তারও আগে, তারা হালনাগাদ তালিকায় নিবন্ধিত হতে পারবেন। হালনাগাদের পাশাপাশি ভোটার তালিকা থেকে নাম কাটার জন্য মৃত ভোটারদের তথ্যও সংগ্রহ করা হবে। ভোটার যোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহের পাশাপাশি যাদের জন্ম ২০০৪ সালের ১ জানুয়ারি পর্যন্ত, তাদের তথ্যও সংগ্রহ করা হবে। এবারের হালনাগাদে তারা ভোটার না হলেও পরবর্তীতে তাদের বয়স ১৮ বছর বা তার বেশি হলে তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। 

অন্যদিকে ২০০২ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম তারা ২০২০ সালের নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। অর্থাৎ, নির্বাচন কমিশন দুই বছরের আগাম তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। কমিশন জানিয়েছে, যারা এর আগে ভোটার হওয়ার জন্য ফরম পূরণ করেছেন এবং ছবি তুলেছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র পাননি, তাদের হালনাগাদের সময় নতুন করে ভোটার হওয়ার দরকার নেই। বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা প্রায় ১০ কোটি ৪২ লাখ।
অর্ধকোটি নাগরিক পাবেন ‘সাময়িক জাতীয় পরিচয়পত্র’'; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram; ঢাকা; নির্বাচন কমিশন; জাতীয় পরিচয়পত্র; Dhaka; Election Commision; EC; NID
অর্ধকোটি নাগরিক পাবেন ‘সাময়িক জাতীয় পরিচয়পত্র'

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ ভোটার তালিকাভুক্ত হয়েও জাতীয় পরিচয়পত্র না পাওয়া প্রায় অর্ধকোটি নাগরিককে ‘সাময়িক এনআইডি’ দেওয়ার ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন।

সাময়িক জাতীয় পরিচয়পত্র ব্যবহারের বিষয়ে মতামত ও সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি রয়েছে মঙ্গলবারের কমিশন সভার আলোচ্যসূচিতে। আর অনুমোদন পেলে তা বাস্তবায়ন করবে জাতীয় পরিচয় ও নিবন্ধন অনুবিভাগ।

উল্লেখ্য, দেশের ৯ কোটি ৬২ লাখেরও বেশি ভোটারের মধ্যে ৪৭ লাখের মতো নাগরিকের হাতে কোনো জাতীয় পরিচয়পত্র নেই। এই অর্ধকোটি নাগরিক গত হালনাগাদে তালিকাভুক্ত হয়েছিলেন। 

এনআইডি উইং মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মোঃ সালেহ উদ্দীন সাময়িক এনআইডির বিষয়টি পরিষ্কার করে বলেন, ‘৪৭ লাখের কাছে জাতীয় পরিচয়পত্র নেই। তাদের যে কোনো জরুরী কাজে আমরা প্রভিশনাল এনআইডি দেওয়ার পরিকল্পনা নিচ্ছি। ইসির নির্ধারিত ওয়েবসাইটে লগ-ইন করে শুধু ওই তালিকাভুক্ত ভোটাররাই প্রিন্ট ভার্সনের সাময়িক জাতীয় পরিচয়পত্র পাবেন বলেও জানান তিনি।’
তিনি আরো জানান, ‘সাময়িক জাতীয় পরিচয়পত্রে আবেদনকারীর নাম, পিতা, মাতা, জন্মতারিখ, ঠিকানার পাশাপাশি ও যন্ত্রে পাঠযোগ্য বারকোড থাকবে। এই ‘প্রভিশনাল এনআইডি’ ব্যবহার করা যাবে স্মার্টকার্ড হাতে না পাওয়া পর্যন্ত। ‘পার্মানেন্ট এনআইডি (স্মার্টকার্ড)’ না পাওয়া পর্যন্ত প্রভিশনাল এনআইডি ব্যবহারের সুযোগ থাকবে। নির্বাচন কমিশন অনুমোদন দিলেই এ অনলাইন সার্ভিস আমরা ওপেন করে দিব।’

৯ কোটিরও বেশি নাগরিকের হাতে থাকা লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র ফিরিয়ে নিয়ে শিগগির উন্নতমানের স্মার্ট এনআইডি দেওয়ার কথাও রয়েছে। আগামী বছরের জুনের মধ্যে এসব নাগরিকের হাতে স্মার্টকার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে ইসি।

বর্তমানে দেশজুড়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। এতে নতুন করে ৭২ লাখ ভোটারযুক্ত হবে। তাদের জন্যও এ সুযোগ থাকছে বলে জানিয়েছে এনআইডি উইং।

ইসি কর্মকর্তারা জানান, যন্ত্রে পাঠযোগ্য এই সাময়িক জাতীয় পরিচয়পত্র দিয়ে ব্যাংক একাউন্ট, ভর্তিসহ প্রয়োজনীয় সকল কাজ করা যাবে।

জাতীয় পরিচয়পত্র হালনাগাদ শুরু শনিবার; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram; পটিয়া; চট্টগ্রাম; জাতীয় পরিচয়পত্র; নির্বাচন কমিশন; Patiya; Chittagong; Chattogram
জাতীয় পরিচয়পত্র হালনাগাদ শুরু শনিবার

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্ক: এক বছর আগের অর্থাৎ ২০১৪ সালের ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে না পারলেও পনেরো বছর বয়সীদের জন্য জাতীয় পরিচয়পত্র হালনাগাদ কার্যক্রম শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। তৃতীয়বারের মতো ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের এ কর্মযজ্ঞ শুরু হচ্ছে শনিবার (২৫ জুলাই)।

ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, ‘প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ শনিবার আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করবেন। নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাওয়া এ উদ্বোধনীতে পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, ইসির চার কমিশনার, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উপস্থিত থাকবেন। এছাড়া থাকছেন ইসির বিভিন্ন কর্মকর্তারও।’

এবারই প্রথমবারের মতো ১৫ বছর বয়সীদের তথ্য সংগ্রহ করবে ইসি। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রথমে তাদের জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। পরে ১৮ বছর পূর্ণ হওয়া সাপেক্ষে স্বয়ংক্রিয়ভাবে তাদের ভোটার তালিকায় যুক্ত করবে ইসি। এক্ষেত্রে যাদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারী বা তার আগে তারাই কেবল হালনাগাদের আওতায় আসবে।

এ লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীরা তিন ধাপে নাগরিকেদের তথ্য নেবেন। প্রথম ধাপে ১৮৯ উপজেলায়, দ্বিতীয় ধাপে ৬ আগস্ট থেকে ১৮৪ উপজেলায় এবং তৃতীয় ধাপে ৭ সেপ্টেম্বর থেকে ১৪১ উপজেলায় তথ্য সংগ্রহের কথা রয়েছে।
তবে এর মধ্যে ৯০টি উপজেলায় তথ্য সংগ্রহের সময়সূচিতে পরিবর্তন এনেছে ইসি। কর্মকর্তারা জানিয়েছেন, এবারের হালনাগাদ কার্যক্রমে প্রায় ৭২ লাখ নাগরিকের তথ্য সংগ্রহের কথা রয়েছে। এতে প্রায় ৮১ কোটি টাকার ব্যয় ধরা হয়েছে। বর্তমানে দেশে ৯ কোটি ৬২ লাখ ভোটার রয়েছেন। যাদের মধ্যে প্রায় ৯ কোটি ২০ লাখ নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রয়েছে। অবশিষ্টদের এখনও দেওয়া হয়নি।

উল্লেখ্য ছবিসহ ভোটার তালিকা কার্যক্রম শুরু হয়েছিল ২০০৮ সালে। এরপর বর্তমান কমিশন ২০১৩ ও ২০১৪ সালে দুইবার হালনাগাদ করেছে।